Web bengali.cri.cn   
চীনের সব চাইতে বড় বিমান বন্দর কোনটি?
  2010-10-15 10:41:30  cri
বাংলাদেশের পাবনা জেলার বিল-ছালোন রেডিও ক্লাবের গাউচ্ছুজ্জামান জানতে চেয়েছেন, চীনের সব চাইতে বড় বিমান বন্দর কোনটি? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের বৃহত্তম বিমান বন্দর হল পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর। পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দর হল চীনের তিনটি পৃথক টার্মিনালের একমাত্র বিমান বন্দর। আগে পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দরের মাত্র ৪ পর্যায়ের উঠা নামার রানওয়েসহ দু’টি টার্মিনাল ছিল। ২০০৮ সালে তৃতীয় টার্মিনাল বিল্ডিং ও তৃতীয় পর্যায়ের রানওয়ে নির্মিত হয়। ২০০৬ সালে পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দরের পর্যটক গমনাগমন ও মালামাল পরিবহনের পরিমাণ ছিল বিশ্বে নবম স্থানে। এটি হল পেইচিং রাজধানী আন্তর্জাতিক বিমান বন্দরের প্রথমবারের মত বিশ্বের ১০টি সবচেয়ে ব্যস্ত বিমান বন্দরের তালিকার একটি। তিনি আরো জানতে চেয়েছেন, সারা চীনে পরিসংখ্যান অনুযায়ী মোট কত জন মুসলমান বসবাস করেন? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, খৃষ্টীয় সপ্তম শতাব্দি থেকে চীনে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়। চীনের হুই, উইগুর , তাতার, কিরগিজ, কাজাক, উজবেক, তুংসিয়াং, সালা, বোআন প্রভৃতি সংখ্যালঘুজাতির ১ কোটি ৮০ লাখ মানুষের আধকাংশই ইসলাম ধর্মে বিশ্বাস করেন। চীনের অধিকাংশ মুসলমান সিনচিয়াং স্বায়ত্ত শাসিত অঞ্চল , নিংসিয়া স্বায়ত্ত শাসিত অঞ্চল আর কানসু, ছিংহাই ও ইউননান প্রদেশে বসে করেন। বর্তমানে চীনে ৩০ হাজারেরও বেশী মসজিদ আছে। এইসব মসজিদে ইমামের সংখ্যা ৪০ হাজার । আপনার সর্বশেষ প্রশ্ন হল চীনের সব চাইতে বড় সমুদ্র বন্দর কোনটি? হ্যাঁ, বলে দিচ্ছি, চীনের বৃহত্তম সমুদ্র বন্দর হল শাংহাই বন্দর। শাংহাই বন্দর হল চীনের তীরবর্তী অঞ্চলের প্রধান সংযোগ বন্দর। শাংহাই শহরের শতকরা ৯৯ ভাগ পণ্যদ্রব্য শাংহাই বন্দরের মাধ্যমে আমদানি ও রফতানি হয়। শাংহাই বন্দরের মাধ্যমে প্রতি বছর বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট পণ্যদ্রব্য বোঝাই ও পরিবহনের পরিমাণ হল সারা চীনের সমুদ্র বন্দরগুলোর প্রায় শতকরা ২০ভাগ। শাংহাই বন্দর হল বিশ্ববিখ্যাত্ সমুদ্র বন্দর। ২০০৬ সালে শাংহাই বন্দরের পণ্যদ্রব্য বোঝাই ও খালাসের পরিমাণ ছিল বিশ্বের প্রথম ও কন্টেইনার বোঝাই ও পরিবহনের পরিমাণের দিক থেকে বিশ্বের তৃতীয় স্থানে । বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বেতার বন্ধু শ্রোতা সংঘের আফসানা মিমি জানতে চেয়েছেন, চীনের বৃহত্তম দ্বীপের নাম কী? আপনার প্রশ্নের জবাব হচ্ছে, চীনের বৃহত্তম দ্বীপ হল তাইওয়ান দ্বীপ। তার আয়তন প্রায় ৩৫ হাজার ৮শ কিলোমিটার। তাইওয়ান দ্বীপ উত্তর থেকে দক্ষিণে প্রায় ৩৮০ বর্গকিলোমিটার এবং পূব থেকে পশ্চিমে গড়পড়তা ১৯০ কিলোমিটার চওড়া। তাইওয়ান দ্বীপের উত্তর দিকে পূর্ব চীন সাগর, উত্তর পূর্ব দিকে রিউকিউ দ্বীপপূঞ্জ , পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ দিকে বাশি প্রণালী (প্রণালীর ওপারেই ফিলিপাইন), পশ্চিম দিকে তাইওয়ান প্রণালী, প্রণালীটির পশ্চিমেই চীনের মূলভূখণ্ডের ফুচিয়েন প্রদেশ। তাইওয়ান দ্বীপ আর ফুচিয়েন প্রদেশের উপকূলের নিকটতম স্থানের মধ্যে ব্যবধান মাত্র ১৩০ কিলোমিটার। তাইওয়ান প্রদেশ হলো প্রশান্ত মহাসাগরের পশ্চিম জলসীমার নৌপথের কেন্দ্রবিন্দু। সামরিক দিক থেকে তার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040