Web bengali.cri.cn   
পরপর দুই সপ্তাহ শ্রোতা সন্ধ্যায় আমার চিঠি পড়ে শোনানোর জন্য আন্তরিক ধন্যবাদ।
  2011-08-09 15:51:48  cri
বাংলাদেশের ঝিনাইদহ জেলার আব্দুল খালেক লিখেছেন, "আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের প্রচারিত সবগুলো অনুষ্ঠান আমি নিয়মিতভাবে শুনে থাকি। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ আয়োজিত 'আমি আর সিআরআই'র বাংলা অনুষ্ঠান' নামক রচনা প্রতিযোগিতায় আমি তৃতীয় শ্রেণীর পুরস্কার হিসেবে ২০০৮ সালের অলিম্পিক গেমসের ডিভিডি ক্যাসেট হাতে পেয়েছি। সঙ্গে স্মারক ডাকটিকেট গুলোও পেয়েছি। উপহারগুলো পেয়ে আমি কত যে আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি চীন আন্তর্জাতিক বেতার আয়োজিত আগামী প্রতিযোগিতাগুলোতেও অংশ নিতে খুবই আগ্রহী।" আমরা অত্যন্ত আনন্দিত জেনে যে আপনি আমাদের পুরস্কার পেয়ে খুবই খুশি হয়েছেন। আশা করি, আপনি নিয়মিতভাবে আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে থাকবেন এবং জিততে থাকবেন আরো অনেক অনেক পুরস্কার।

বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার উত্স ডিএক্স কর্নারের প্রেসিডেন্ট এইচএ তারেক লিখেছেন, "পরপর দুই সপ্তাহ শ্রোতা সন্ধ্যায় আমার চিঠি পড়ে শোনানোর জন্য আন্তরিক ধন্যবাদ। দারুণ উত্সাহ ও অনুপ্রেরণা বোধ করছি চিঠি লিখতে। এটা যেন অব্যাহত থাকে। নতুন অনুষ্ঠান খেলাধুলার বিশ্ব ইতোমধ্যে আমার মন জয় করতে সক্ষম হয়েছে। বিশেষ করে আবাম সালাউদ্দিনের কাছ থেকে দক্ষিণ এশিয়ার খেলাধুলার খবর জানতে পারছি। চিয়াং চিন ছেংয়ের পরিবেশনায় ১৬তম এশিয়ান গেমসের আয়োজক শহর কুয়াংচৌ সম্পর্কে ধারাবাহিক প্রতিবেদন শুনে এ শহর সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারছি। চলুন বেরিয়ে আসি অনুষ্ঠানে আবাম সালাউদ্দিনের চমকপ্রদ বর্ণনা এবং আকর্ষর্ণীয় ও প্রাণবন্ত উপস্থাপনায় ঐতিহাসিক শহর থিয়ানচিন ভ্রমণকাহিনী ভীষণ উপভোগ্য লেগেছে। খোং চিয়াচিয়ার পরিবেশনায় একটি প্রাচীন নগরের বৈশিষ্ট্যময় ইতিহাসের কথা জানলাম। শাংহাই বিশ্বমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শাংহাই থেকে ছাত্র শফিকুল ইসলাম বকুলের বর্ণনা ভাল লাগল। তার বর্ণনা শুনে উদ্বোধনী অনুষ্ঠানের স্বাদ উপভোগ করলাম। সুরের ভূবন আসরে চুংশাওলীর পরিবেশনায় একজন তরুণ শিল্পীর গান উপভোগ করলাম। অর্থনৈতিক অগ্রযাত্রা অনুষ্ঠানে ইউনাইটেড ও কন্টিনেন্টাল এয়ারলাইন্স একীভূত হচ্ছে শীর্ষক পরিবেশনার জন্য ধন্যবাদ। গত ৮ই মে শিহাবুর রহমানের পরিবেশনায় শ্রোতাসন্ধ্যা অনুষ্ঠানটি শুনে আমার মনপ্রাণ ভরে গেল। আমার পরামর্শ হলো শ্রোতা সন্ধ্যা অনুষ্ঠানটি যেন ইউ কুয়াংইউয়ে ও শিহাবুর রহমান যেন নিয়মিতভাবে উপস্থাপনা করেন। শ্রোতাসন্ধ্যায় প্রাপ্তিস্বীকার নামে একটি পর্ব চালু করার এবং অনুরোধের গান প্রচার করার অনুরোধ রাখতে চাই। গত ৮ মে শ্রোতাসন্ধ্যায় হেমন্ত মুখোপাধ্যায় ও সুবীর নন্দীর কন্ঠে গান দু'টি অসাধারণ লাগল। ইউ কুয়াংইউয়ে'র পরিবেশনায় বিদেশীদের বিশ্বমেলার অভিজ্ঞতার কথা জানলাম। মফিজুর রহমানের কাছ থেকে দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ শুনলাম। ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে থিম্পু ঘোষণা শীর্ষক তাঁর পরিবেশনার জন্য ধন্যবাদ। প্রতিবেদনে শিহাবুর রহমান পরিবেশিত ৯ মে রাশিয়ার দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের ৬৫তম বার্ষিকীতে আড়ম্বরপূর্ণ সামরিক কুচকাওয়াজ শীর্ষক পরিবেশনাটি ভাল লাগল। এছাড়া প্রতিবেদনে ইউ কুয়াংইউয়ে পরিবেশিত কলম্বিয়ার তখনকার ভাইস-প্রেসিডেন্ট য়ুয়ান ম্যানুয়েল স্যান্তোসের শাংহাই বিশ্বমেলার অভিজ্ঞতার ওপর প্রতিবেদন এবং সুরের ভূবন আসরে শাংহাই বিশ্বমেলার উদ্বোধনী অনুষ্ঠানের পরিবেশনা অত্যন্ত ভাল লাগল।" বন্ধু এইচএম তারেক, এত মনোযোগ দিয়ে আমাদের প্রতিটি অনুষ্ঠান শোনার জন্য সত্যিই আমাদের আন্তরিক ধন্যবাদের দাবিদার আপনি। আপনি শ্রোতাসন্ধ্যায় অনুরোধের গান শোনানোর কথা বলেছেন। আশা করি, আপনি ইতোমধ্যেই জেনে গেছেন যে আমরা এ অনুষ্ঠানের আপনাদের অনুরোধের গান প্রচার করছি। আপনি অন্য যে পরামর্শ রেখেছেন সেটাও আমরা সক্রিয়ভাবে বিবেচনা করব।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040