Web bengali.cri.cn   
আমরা উপভোগ করলাম অনুষ্ঠানটি।
  2011-11-09 16:00:44  cri
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার তাঁর চিঠিতে লিখেছেন, "গত ১০ মে আমি ও সিআরআই'র বাংলা অনুষ্ঠান শীর্ষক রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রেণীর পুরস্কার হিসেবে একটি টি-শার্ট, একটি সিল্কের নেকাব, একটি মঙ্গলসূত্র ও একটি সার্টিকিকেট রেজিস্ট্রিকৃত ডাকে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর পুরস্কারের জন্য। সংস্কৃতি সম্ভার অনুষ্ঠানে গত ৭ মে চীনে ভারত-চীন যৌথ উদ্যোগে আয়োজিত রবীন্দ্র জয়ন্তী উদযাপনীর কিছু অংশ পরিবেশিত হলো। আমরা উপভোগ করলাম অনুষ্ঠানটি। বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত, কবিতা এবং যন্ত্র রবীন্দ্র সঙ্গীতের সুর আমাদের মনে থাকবে। মুক্ত মন মুক্ত চিন্তা'য় নিমাই দাস বাউলের সাক্ষাত্কারও খুব ভাল লাগল। তবে কিছু বাউলগান প্রচার করলে অনুষ্ঠানটি আরো ভাল হোত। ১৫ মে তারিখে শ্রোতা সন্ধ্যা আসরে চীনের ষাট বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত জ্ঞান যাচাই প্রতিযোগিতায় প্রথম শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত ১৫জন বিজয়ী শ্রোতার নাম ঘোষণা করা হলো। পশ্চিমবঙ্গের ছয়জন শ্রোতার মধ্যে আমাদের ক্লাবের একজন সদস্য বিজয়ী হওয়ায় আমরা খুব আনন্দিত হয়েছি। আমরা একটি ভাল পুরস্কারের অপেক্ষায় আছি। এছাড়া, এদিনকার আসরে ক্লাবের পক্ষে লেখা আমার একটি চিঠি থেকে পড়ে শোনানো হয়। তাতে আমরা খুবই আনন্দিত হয়েছি। আমরা এখন প্রতিদিনকার আসরে শাংহাই বিশ্বমেলার ওপর নানা রকম তথ্যমূলক পরিবেশনাগুলো শুনছি। বিশেষ করে ভারত, জার্মানী, অস্ট্রেলিয়া, ফ্রান্স প্রভৃতি দেশের প্যাভেলিয়নগুলোর পরিচিত ও কর্মকর্তাদের সাক্ষাত্কার থেকে অনেক তথ্য জানা যাচ্ছে। ভাল লাগছে ধারাবাহিক এই পরিবেশনাগুলো।" বন্ধু অজয় কুমার সরকার অত্যন্ত মনোযোগের সঙ্গে আমাদের অনুষ্ঠানগুলো শোনার জন্য আপনাকে এবং আপনার ক্লাবের অন্য সদস্যদেরকে ধন্যবাদ জানাই আমরা।

ভারতের পশ্চিমবঙ্গের মিতালি লিসনার্স ক্লাবের সম্পাদক আব্দুর রশিদ বিশ্বাস লিখেছেন, "১ মে চীনের ঐতিহ্যবাহী শহর শাংহাইতে আড়ম্বরের সঙ্গে ১৮৯টি দেশের অংশগ্রহণে শুরু হলো বিশ্বমেলা। শাংহাই বিশ্বমেলার রূপরেখা, বিভিন্ন দেশের প্যাভেলিয়ন তৈরী ও নানা দেশের নানা সংস্কৃতি নিয়ে সিআরআই প্রতিদিনই নানা প্রতিবেদন সুন্দরভাবে প্রচার করে চলেছে। বিশ্বমেলার প্রতিটি প্রতিবেদন থেকে অনেক অজানা মূল্যবান তথ্য জেনে আমার ও বন্ধুদের জ্ঞানের পরিধি বিস্তৃতি হচ্ছে। বিশ্বমেলার ওপর সিআরআই'র বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাত্কার, বিভিন্ন দেশের নানান সংস্কৃতি - যথা নাচ, গান ও ঐতিহ্য – বিভিন্ন দেশের সঙ্গে চীনের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপাড়া ওপর প্রতিবেদনগুলো আমাদেরকে মুগ্ধ করছে। এর জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। সিআরআই নিজেই তার তুলনা। শাংহাই বিশ্বমেলার ওপর বাংলাদেশ, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড, জাপান, রাশিয়া, ইরান, ইতালি, আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদের সাক্ষাত্কার আমাদের এতো ভাল লেগেছে যে তা ভাষায় প্রকাশ করতে পারবনা। প্রতিবন্ধীদের জন্য 'আলোর ভূবন' নামের বাসভবন তৈরী করে দেয়ার জন্য আমরা চীন সরকারকে সাধুবাদ জানাই। আর এ সম্পর্কিত খবর প্রচার করার জন্য আমাদের প্রিয় বেতার সিআরআইকে অজস্র ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040