Web bengali.cri.cn   
গণচীনের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবর্ধনা
  2010-09-29 20:47:54  cri

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও  চীনের রাষ্ট্রদূত চাং শিয়েন-ই  একসেট স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন

গণচীনের ৬১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকায় এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মন্ত্রী, সাংসদ, কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সংবর্ধনায় যোগ দেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চাং শিয়েন-ই ও দূতাবাসের শীর্ষ কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান।

স্বাগত বক্তব্যে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দু'হাজার বছরের পুরনো। ঐতিহাসিক এ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে বল তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন-বিশেষ করে অবকাঠামোগত উন্নয়নে চীনের অবদান অপরীসীম। চলতি বছরের শেষ নাগাদ দু'দেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলদেশ এক চীন নীতিতে অটল এবং তিব্বত ও তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ অংশ বলে মনে করে।

দিলীপ বড়ৃয়া চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং চীনের ভাইস-প্রেসিডেন্ট শি চিন পিংয়ের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, উচ্চ পর্যায়ের এসব সফর দুদেশের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রমাণ। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পরে মন্ত্রী চীনা রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে একসেট স্মারক ডাক টিকিট উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত প্রায় এক হাজার অতিথিকে এ ডাক টিকিট উপহার দেয়া হয়।

ইয়ুন্নান থেকে আসা সৌন্দরী শিল্পী

পরে চীনের ইউননান প্রদেশের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দল ও বাংলাদেশের মৃদঙ্গ সাংস্কৃতিক দল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সিআরআই'র বিশেষ প্রতিনিধি মাহমুদ হাশিম, মহিউদ্দিন তাহের ও ইয়াং ওয়েই মিং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040