Web bengali.cri.cn   
কে এম আলিমুল হক
  2013-04-01 11:33:23  cri

আলিমুল হক নামে লেখালেখি করেন। জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায়। বাল্যকাল কেটেছে পল্লী অঞ্চলে। লেখাপড়া করেছেন ঢাকায় অবস্থিত স্টাফ ওয়েল ফেয়ার হাই স্কুল, নটর ডেম কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানবীয় যোগাযোগ ও সাংবাদিকতা বিষয় নিয়ে পড়েছেন। কর্মজীবনের শুরু সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) নামক একটি এনজিও-তে। মাস তিনেক পর যোগ দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বাংলা দৈনিক ইত্তেফাকে। সহকারী সম্পাদক হিসেবে পত্রিকাটিতে কাজ করেছেন প্রায় দশ বছর। ইত্তেফাকে 'মৃন্ময়' ছদ্মনামে এবং 'সমদর্শন' শিরোনামে নিয়মিত কলাম লিখতেন। ইত্তেফাকের 'আন্তর্জাতিক' পাতার সম্পাদনার দায়িত্বও পালন করেছেন পাশাপাশি, প্রায় বছর তিনেক। পরে যোগ দেন বাংলাদেশের প্রথম চব্বিশ ঘন্টার বাংলা সংবাদভিত্তিক টিভি চ্যানেল 'সিএসবি নিউজ'-এ, সিনিয়র প্রডিউসার হিসেবে। সিএসবি চালু হবার মাত্র সাত-আট মাস পর অকালে বন্ধ হয়ে গেলে, একে একে কাজ করেছেন দিগন্ত টিভি ও চ্যানেল ওয়ানে (চ্যানেল ওয়ান টিভি চ্যানেলটিও পরে বন্ধ হয়ে যায়!)।

চ্যানেল ওয়ান থেকে বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে যোগ দেন মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পরিচালক ও প্রধান হিসেবে। সেখানে ছিলেন বছর তিনেক। আইইউবে-তে থাকাকালীনই বছরখানেক দিগন্ত টিভিতে কাজ করেছেন 'নিউজ কনসালটেন্ট' হিসেবে।

বর্তমানে কাজ করছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের 'সম্পাদক' (ফরেন এক্সপার্ট) হিসেবে; পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন 'কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়না'-র বাংলা বিভাগে।

সখের বশে মাঝেমধ্যে ছড়া-কবিতা লেখেন। সেগুলো কয়েকটি দৈনিকে প্রকাশিতও হয়েছে, সময় সময়। দু'টি অনুবাদগ্রন্থ আছে তার; আছে একটি মৌলিক প্রবন্ধের সংকলনগ্রন্থও।

শেখা এবং শেখানো তার সখ। ভালোবাসেন ঘুরে বেড়াতে এবং ভালোবাসেন শিশুদের। নিজেকে বিশ্ব-নাগরিক ভাবতে পছন্দ করেন। জাতি-ধর্ম-গোত্র-বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের উত্স এক বলে বিশ্বাস করেন।

তিনি আজন্ম ধূমপানবিরোধী মানুষ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040