Web bengali.cri.cn   
বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সেরা অভিনেতা তিতাস জিয়ার সাক্ষাতকার
  2015-05-19 11:21:50  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আলোছায়া'। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত যে, আমাদের এ 'আলোছায়া' অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হলো চলচ্চিত্র এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা। যেন চলচ্চিত্র সংশ্লিষ্ট আরো অনেক বিষয় আপনারা জানতে পারেন। হ্যাঁ, বন্ধুরা, তারই ধারাবাহিকতায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ সাক্ষাতকার।

আমরা টেলিফোনে কথা বলেছি বর্তমান সময়ে বাংলাদেশের তরুণ মঞ্চ নাটক নির্দেশক, মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও এবারের বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সেরা অভিনেতা তিতাস জিয়ার সঙ্গে।

হ্যাঁ বন্ধুরা, তিতাস জিয়া একাধারে মঞ্চ নাটক নির্দেশক, অভিনেতা, শিক্ষক। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নাট্যকারের কালজয়ী বিভিন্ন মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছেন এবং নির্দেশনাও দিয়েছেন সমানতালে।

বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে অভিনয় করার পাশাপাশি অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। তাঁর অভিনীত 'মৃত্তিকার মায়া' চলচ্চিত্রটি এবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার লাভ করে। আর তিনি হন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সেরা অভিনেতা।

এখন শুনুন তিতাস জিয়ার সাক্ষাতকার।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040