Web bengali.cri.cn   
চীন ও রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মিত কার্টুন চলচ্চিত্র
  2015-08-13 10:22:27  cri



চীনের ফ্লেম নোড প্রডাকশন লিমিটেড কোম্পানি এবং রাশিয়ার উইজার্ট অ্যানিমেশন গত ৪ আগস্ট পেইচিংয়ে রুশ দূতাবাসে 'স্নো কুইন থার্ড-ফায়ার অ্যান্ড ল' নামে একটা কার্টুন চলচ্চিত্র নির্মাণের চুক্তি স্বাক্ষর করে।

এই কার্টুন চলচ্চিত্র নির্মাণে মোট ১ কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হবে বলে অনুমান করা হচ্ছে। চীন ৪০ থেকে ৫০ শতাংশ খরচ বহন করবে। আশা করা হচ্ছে, চলচ্চিত্রটি ২০১৬ সালের শেষ দিকে নির্মাণ করা হবে এবং ২০১৭ সালের শীতকালীন ছুটি বা বসন্ত উত্সবের সময় সিনেমা হলে প্রদর্শিত হবে।

'স্নো কুইন' হলো রাশিয়ার চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ধারাবাহিক কার্টুন চলচ্চিত্র। ২০১২ সালে উইজার্ট অ্যানিমেশনের উদ্যোগে 'স্নো কুইন' এবং ২০১৪ সালের শেষ দিকে 'স্নো কুইন-টু: ম্যাজিক আইস মিরর' প্রদর্শিত হয়।

আসলে রাশিয়ার 'স্নো কুইন' এবং চীনা দর্শকদের সুপরিচিত যুক্তরাষ্ট্রের ডিজনি অ্যানিমেশনের 'ফ্রোজেন' উভয়ই ডেনমার্কের লেখক হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসনের রূপকথা 'দ্য স্নো কুইন' অনুযায়ী নির্মাণ করা হয়।

তবে রাশিয়ার নির্মাতা পক্ষ মনে করেন, তাদের সংস্করণটির রূপকথার সঙ্গে আরো বেশি মিল রয়েছে।

'স্নোই কুইন' কার্টুন চলচ্চিত্রটি রাশিয়ার উইজার্ট অ্যানিমেশনের অনুমোদন পেয়ে ইতোমধ্যেই চীনে প্রদর্শিত হয়েছে। এটি হলো চীনের সিনেমা হলে প্রদর্শিত রাশিয়ার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের অ্যানিমেটেড চলচ্চিত্র।

চীনের ফ্লেম নোড প্রোডাকশন লিমিটেড কোম্পানির মহাপরিচালক ফোং ই বলেন, কয়েক বছর আগে যখন তিনি প্রথমবার উইজার্ট অ্যানিমেশনের নির্মিত 'স্নো কুইন' চলচ্চিত্র উপভোগ করেন, তখন তিনি রাশিয়ার কার্টুন চলচ্চিত্রের শৈল্পিক আকর্ষণীয় শক্তিতে অভিভূত হয়ে পড়েন।

তিনি এই চলচ্চিত্র চীনে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, চীনের বাজারে রাশিয়ার চলচ্চিত্রের প্রবেশের জন্য তিনি কিছু কাজ করতে চান। তার প্রচেষ্টায় 'স্নো কুইন-টু:ম্যাজিক আইস মিরর' চলচ্চিত্রটি আগামী বছরে চীনে প্রদর্শিত হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার উইজার্ট অ্যানিমেশনের নির্মাতা ইউরি মোস্কভিন সাংবাদিকদের বলেন, চীনের সিনেমা হলে কার্টুন চলচ্চিত্র প্রদর্শন করা প্রথম রুশ কোম্পানি হওয়ায় তিনি অনেক গৌরব বোধ করেন।

সঙ্গে সঙ্গে এই চলচ্চিত্র চীনে বয়ে আনার জন্য ফ্লেম নোড প্রোডাকশন লিমিটেড কোম্পানির প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

তিনি বলেন, 'স্নো কুইন থার্ড-ফায়ার অ্যান্ড ল' কার্টুন চলচ্চিত্রের নির্মাণ কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। চীন পুরোপুরিভাবে নির্মাণের প্রক্রিয়ায় অংশ নেবে। চলচ্চিত্রের কিছু অংশ চীনে সম্পন্ন করা হবে এবং বাকী অংশ রাশিয়ায় শেষ হবে।

তিনি আরো বলেন, রাশিয়ার কার্টুন চলচ্চিত্র এখন দ্রুত উন্নয়নের সময়পর্বে প্রবেশ করেছে। নির্মাণের গুণগত মান দিন দিন অনেক উন্নত হচ্ছে। ভবিষ্যতে রাশিয়ার আরো বেশি কার্টুন চলচ্চিত্র চীনা দর্শকদের সামনে উপস্থাপিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040