Web bengali.cri.cn   
'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' জয়ী সিঙ্গাপুরের তরুণ চলচ্চিত্র পরিচালক ছেন চি ই
  2015-09-24 13:22:09  cri



৫০তম 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' প্রদান অনুষ্ঠানে সিঙ্গাপুরের নতুন প্রজন্মের চলচ্চিত্র পরিচালক ছেন চে ই'র 'ইলো ইলো' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ পাণ্ডুলিপি পুরস্কার, শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেত্রী পুরস্কার এবং শ্রেষ্ঠ নতুন চলচ্চিত্র পরিচালকের পুরস্কার লাভ করে। মূলত এবারের 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' প্রতিদ্বন্দ্বিতায় সিঙ্গাপুরের চলচ্চিত্র একটি ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করে।

যারা মনে করেন, ছেন চে ই সৌভাগ্যের কারণে পুরস্কার পেয়েছেন তারা সম্ভবত ছেন চে ই এবং তার শিল্পকর্ম সম্পর্কে খুব বেশি জানেন না। বয়স কম হলেও ছেন চে ই বহুবার আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছেন। বলা যায়, তিনি সিঙ্গাপুরের চলচ্চিত্রাঙ্গনের একটি নতুন নক্ষত্র।

২০০৬ সালে মাত্র ২৩ বছর বয়সী ছেন চে ই'র 'জি-২৩' নামের প্রথম স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র কান চলচ্চিত্র উত্সবে অংশ নেয়।

তিন বছর পর তার পরিচালিত 'আহ মা' নামের আরেকটি চলচ্চিত্র ৬০তম কান চলচ্চিত্র উত্সবের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের প্রতিদ্বন্দ্বিতায় বিশেষ প্রশংসনীয় পুরস্কার লাভ করে। ৫৮তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে তার শিল্পকর্ম 'হেইজ' শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের পুরস্কার পায়।

এবারে 'গোল্ডেন হর্স অ্যাওয়ার্ড' পাওয়া 'ইলো ইলো' চলচ্চিত্রটি আসলে ২০১৩ সালে ৬৬তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এবং ৫৭তম লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে আলাদাভাবে পুরস্কার লাভ করে।

'ইলো ইলো' চলচ্চিত্রে পরিচালক ছেন চে ই'র নিজের শৈশবের অনেক স্মৃতি ফুটে উঠেছে। চলচ্চিত্রে টেরি নামের একজন ফিলিপিনো দাসী এবং তার কর্তার পরিবারের সদস্যদের গল্প তুলে ধরা হয়।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040