Web bengali.cri.cn   
মানবতা ও সত্যের খোঁজে চীনের গীতিনাট্য পরিচালক লি তুন
  2015-10-29 10:48:05  cri



লি তুন ১৯৮৮ সালে প্রথমবারের মতো গীতিনাট্যের সঙ্গে পথ চলতে শুরু করেন । ১৯৯৭ সালে তিনি চীনের রূপকথা নিয়ে সাফল্যের সঙ্গে 'ম্যাডাম হোয়াইট স্নেক' নামে গীতিনাট্য তৈরি করেন। এই নাটকের জন্য তিনি ১০টি বছর অপেক্ষা করেছেন।

১৯৯৭ সালে তিনি 'প্রজাপতি' নামে আরেকটি গীতিনাট্য তৈরি করা শুরু করেন। দশ বছর পর এই মহান শিল্পকর্মটি জনসমক্ষে প্রদর্শিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। এই শিল্পকর্মটিকে চীনের গীতিনাট্যের মহাকাব্য বলে গণ্য করা হয়।

২০০৮ সালে 'প্রজাপতি' গীতিনাট্যটি দক্ষিণ কোরিয়ার উত্সবে প্রদর্শিত হয়। সে সময়ে কথা স্মৃতিচারণ করে মি. লি তুন বলেন, 'আমি একা একা এক কোনায় বসে থরথর করছি। তখন আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমি মানুষের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছিলাম। কারণ আমি ছিলাম ভীষণ উদ্বিগ্ন। চীনের গীতিনাট্য বিদেশে প্রদর্শিত হলে কেমন প্রতিক্রিয়া হবে-এ সম্পর্কে আমি কিছুই জানতাম না'।

'প্রজাপতি' নাটকটি প্রদর্শন শেষে মঞ্চে পর্দা নামার পর পুরো হল কয়েক সেকেন্ডের জন্য একেবারে নীরব হয়ে যায়। এর কয়েক সেকেন্ড পর হঠাত্ হাততালির শব্দ বেজে ওঠে। অনেক শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে প্রত্যেক দর্শক দাঁড়িয়ে হাততালি দেন। সেই থেকে মি. লি তুন বিশ্বের মঞ্চে চীনের গীতিনাট্য প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছেন।

এরপর চীনের নিজের সৃষ্ট প্রথম গীতিনাট্য আন্তর্জাতিক পুরস্কার পায়। বিদেশি তথ্যমাধ্যম মি. লি তুনকে এভাবে মূল্যায়ন করে, তার নেতৃত্বে চীনের গীতিনাট্য সৃজনশীলতার পথে চলে এসেছে।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040