Web bengali.cri.cn   
উইন-উইন সহযোগিতামূলক নতুন অংশীদারি গড়ে তোলা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করার জন্য যৌথভাবে কাজ করা উচিত
  2015-12-07 19:22:11  cri

সভাপতি ও সহকর্মীরা,

চীনের ১৩০ কোটি জনগণ এখন চীনা জাতির মহান পুনরুত্থানের চীনা স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগ্রাম করছেন। চীনা জনগণের স্বপ্ন আর বিভিন্ন দেশের জনগণের স্বপ্নের মিল রয়েছে। চীনা স্বপ্ন বাস্তবায়ন শান্তিপূর্ণ আন্তর্জাতিক পরিবেশ ও স্থিতিশীল আন্তর্জাতিক শৃঙ্খলা ছাড়া হবে না, হবে না বিভিন্ন দেশের জনগণের সমঝোতা, সমর্থন ও সাহায্য ছাড়াও। চীনা জনগণ নিজের স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়ায় অবশ্যই বিভিন্ন দেশের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করবে, ভালোভাবে ত্বরান্বিত করবে বিশ্বের শান্তি ও উন্নয়ন ।

চীন সবসময় বিশ্ব শান্তির নির্মাতা। চীন অবিচলভাবে শান্তিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যাবে।, আন্তর্জাতিক পরিস্থিতির যে পরিবর্তনই হোক না কেন, নিজের উন্নয়ন যাই হোক না কেন, চীন কখনো আধিপত্যকারী হবে না, হবে না সম্প্রসারণবাদী। চীন কোনো প্রভাবের আওতা সৃষ্টি করবে না।

চীন সবসময় বৈশ্বিক উন্নয়নের অবদানকারী। চীন অভিন্ন উন্নয়নের পথে এগিয়ে যাবে, অব্যাহতভাবে পারস্পরিক উপকারিতা ও সকলের কল্যাণ সৃষ্টির উন্মুক্ত কৌশল অনুসরণ করবে, নিজের উন্নয়নের অভিজ্ঞতা ও সুযোগ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভাগ করবে, বিভিন্ন দেশকে চীনের উন্নয়নের 'স্বাধীন গাড়িতে' ওঠার স্বাগত জানায়, যাতে একসঙ্গে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করা যায়।

চীন সবসময় আন্তর্জাতিক শৃঙ্খলার রক্ষক। চীন সহযোগিতামূলক উন্নয়নের পথে এগিয়ে যাবে। চীন হলো জাতিসংঘ সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ। চীন অব্যাহতভাবে জাতিসংঘ সনদের লক্ষ্য ও মূলনীতিকে কেন্দ্র করে গঠিত আন্তর্জাতিক শৃঙ্খলা ও আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করবে। চীন অব্যাহতভাবে ব্যাপক উন্নয়নশীল দেশগুলোর পক্ষে দাঁড়িয়ে দৃঢ়ভাবে উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে আন্তর্জাতিক শাসন ব্যবস্থায় আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর দেওয়ার অধিকার বাড়ানোর সমর্থন করবে।

এখানে আমি ঘোষণা করছি, জাতিসংঘের কাজ সমর্থন করা, বহুপক্ষীয় সহযোগিতা ত্বরান্বিত করা এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য নতুন অবদান রাখার উদ্দেশ্যে চীন দশ বছর মেয়াদের মোট ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের চীন-জাতিসংঘ শান্তি ও উন্নয়ন তহবিল স্থাপন করবে। আমি ঘোষণা করছি, চীন জাতিসংঘের নতুন শান্তিরক্ষী সামর্থ্য ব্যবস্থায় যোগ দেবে। এর জন্য প্রথমে নিয়মিত শান্তিরক্ষী পুলিশ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে এবং ৮০০০ সদস্যের স্থায়ী শান্তিরক্ষী বাহিনী গঠন করবে। আমি ঘোষণা করছি, চীন সিদ্ধান্ত নিয়েছে, আফ্রিকার স্থায়ী বাহিনী ও সংকট মোকাবিলায় দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গঠনের সমর্থন করার জন্য পরবর্তী পাঁচ বছরে আফ্রিকান ইউনিয়নকে ১০ কোটি মার্কিন ডলার মূল্যের অপরিশোধযোগ্য সামরিক সহায়তা দেবে।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040