Web bengali.cri.cn   
বিশ্বের অর্থনীতির সূচক স্থিতিশীল আছে: ওইসিডি-র রিপোর্ট
  2012-11-13 18:28:24  cri
নভেম্বর ১৩: অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি)-এর রিপোর্ট অনুসারে, বিশ্বের অর্থনীতির অগ্রসরসূচক বর্তমানে মোটামুটি স্থিতিশীল আছে। গত সেপ্টেম্বরে ওইসিডিভুক্ত অঞ্চলের অগ্রসরসূচক আগস্টের মতোই ছিল ১০০.২ এবং ৭ জাতির অগ্রসরসূচক ছিল ১০০.৩। অন্যদিকে, চীনের অথনৈতিক অগ্রসরসূচক টানা চার মাস ছিল ৯৯.৪। এতে প্রমাণিত হচ্ছে যে, অর্থনীতির প্রবৃদ্ধির গতি কম হলেও, চীনের অর্থনীতির অবস্থা তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল। রিপোর্ট অনুসারে, যুক্তরাষ্ট্র, ইতালি, ব্রিটেন ও ব্রাজিলের অর্থনীতির অগ্রসরসূচক তুলনামূলকভাবে ভালো। কিন্তু জার্মানি, ফ্রান্স ও জাপানের অর্থনীতি তুলনামূলকভাবে খারাপ অবস্থায় আছে। (ছাই/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক