Web bengali.cri.cn   
বিখ্যাত গায়ক ও অভিনেতা দু দেইওয়েই
  2013-02-01 18:23:31  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই চীনের একজন গায়ক ও অভিনেতাকে। তাঁর নাম দু দেইওয়েই ।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থনই আমাদের চালিকাশক্তি।

চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। শুরুতেই একজন শ্রোতার চিঠি নিয়ে দুটি কথা। আমাদের শ্রোতা মাহমুদা সুলতানা মিতু ই-মেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, "চীনের গায়ক দু দেইওয়েইকে আমি পছন্দ করি।" মিতু আজ কিন্তু আমরা আপনার পছন্দের গায়কের গানই প্রচার করবো। শুরুতে আমরা শুনবো দু দেইওয়েইয়ের দুটি বিখ্যাত গান। গান দুটির নাম হল: 'প্রেমিক' ও 'রামধনু'। মিতু, আশা করি গানদুটি আপনার ভাল লাগবে।

(রেকর্ডিং)

অভিনয়ের পাশাপাশি দু দেইওয়েই সংগীত ক্ষেত্রেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন। ১৯৬২ সালে চীনের হংকংয়ে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন একটি বিখ্যাত ব্যান্ডের ড্রামবাদক; আর মা চীনের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা। তাই ছোটবেলা থেকেই সংগীতের প্রতি দু দেইওয়েই দুর্বলতা ছিল। ১৯৮৫ সালে একটি গানের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার পর তিনি বিখ্যাত হয়ে যান। তাঁর গান শুনলে আপনার নাচতে ইচ্ছে করবে। কী বিশ্বাস হচ্ছে না? তাহলেই শুনেই দেখুন। যে-দুটি গান এখন আপনাদের শোনাবো, সে গানদুটির নাম হচ্ছে: 'খুলে ফেলা' এবং 'গোপন'।

(রেকর্ডিং)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। প্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তবে যাবার আগে আরো দুটি গান। গান দুটোর নাম 'সারা জীবনের ভালোবাসা' এবং 'অনিচ্ছাকৃত আঘাত'।

(রেকর্ডিং)

আচ্ছা বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক