Web bengali.cri.cn   
আরাশ ও লোপেজ
  2013-02-22 14:16:37  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তবে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থনই আমাদের চালিকাশক্তি।

প্রিয় শ্রোতা, মূল অনুষ্ঠানে যাবার আগে আমাদের শ্রোতা দেওয়ান রফিকুল ইসলামের চিঠি প্রসঙ্গ। জনাব দেওয়ান জানিয়েছেন, তিনি ইরানের গায়ক আরাশ এবং যুক্তরাষ্ট্রের জেনিফার লোপেজের গান পছন্দ করেন। আমাদের এই শ্রোতার পছন্দের প্রতি সম্মান জানিয়ে আজ আমরা এ-দুজন শিল্পীর গান দিয়ে সাজিয়েছি আমাদের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আপনারাও আপনাদের পছন্দের কথা জানিয়ে আমাদের লিখতে পারেন; আপনাদের পছন্দের শিল্পীর গান আমরা এ-অনুষ্ঠানে প্রচার করতে চেষ্টা করবো। আর আপনাদের নিজেদের গাওয়া গানও আমাদের পাঠাতে পারেন। আমরা এ-অনুষ্ঠানে তা প্রচার করার চেষ্টা করবো। আর কথা নয়। এবার গান শোনার পালা। শুরুতেই থাকছে ইরানের জনপ্রিয় গায়ক আরাশের গান।

(গান)

সত্যি কথা বলতে কি, আমি এর আগে আরাশের গান শুনিনি। আজই প্রথম শুনলাম এবং তার গান আমার খুব ভালো লেগেছে। আগে আমার সহকর্মী শিখা তাঁর অনুষ্ঠানে আরাশের একটি গান প্রচার করেছিলেন। সে যাক, আমরা এখন তার আরো দুটি গান শুনবো। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। গানদুটির নাম 'ব্রোকেন অ্যাঞ্জেল' এবং 'টেম্পটেশান'।

(গান)

এবার জেনিফার লোপেজের কথা। এই বিখ্যাত আমেরিকান শিল্পীর নাম শোনাননি---এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। ১৯৭০ সালে তার জন্ম। তিনি বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ও করেছেন। তাঁর 'if you had my love' এবং 'on the floor'সহ অনেক গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। চলুন তাহলে, আমরা এখন শুনি এই বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পীর গান। প্রথম গানটির নাম 'could this be love'।

(গান)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। প্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। তবে যাবার আগে আরো দুটি গান। গান দুটোর নাম 'on the floor' এবং 'forever'। বলাবাহুল্য, গানদুটি শিল্পী জেনিফার লোপেজ।

(গান)

দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক