Web bengali.cri.cn   
চীনের ইলেকট্রোনিক সংগীত ব্যান্ড- নিউ প্যান্টস
  2013-03-01 18:16:53  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আশা করি, আপনারা আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন।

 

সম্প্রতি আমি একটি ইমেইল পেয়েছি। ইমেইলে আমাদের একজন শ্রোতা বন্ধু হাফিজুর রাহমান বলেন তিনি চীনের ইলেকট্রোনিক সংগীত শুনতে চান। হাফিজুর, আশা করি এখন আপনি এ অনুষ্ঠান শুনছেন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমরা ইলেকট্রোনিক সংগীত নিয়ে কিছু কথা বলবো। চীনের একটি বিখ্যাত ইলেকট্রোনিক সংগীত ব্যান্ড আছে। ব্যান্ডের নাম হলো নিউ প্যান্টস।

এ ব্যান্ডের নাম খুবই অদ্ভুত তাই না? ৪জন অদ্ভুত যুবক ১৯৯৬ সালে পেইচিংয়ে এ ব্যান্ড গঠন করেন। ব্যান্ডের সদস্য হলেন: গায়ক ও গিটার বাদক পেংলেই, বেজ বাদক লিউপাও, পিয়ানো বাদক পাংখুয়ান ও ড্রাম বাদক শাংসিয়াও। এ ৪জন খুবই হইচই করা ছেলে। ব্যান্ড প্রতিষ্ঠার প্রথমে ব্যান্ডের সদস্যদের টাকা ছিল না, তাই তারা ড্রাম বাদক শাংসিয়াওয়ের বাড়িতে অভিনয়ের মহড়া করেন এবং গান সৃষ্টি করেন। যখন তারা দুর্বিসহ তারস্বরে চিত্কার করেন, তখন প্রতিবেশিরা তাদের বাড়ির দরজা ভাঙতে এবং পুলিশকে ফোন করতে চায়। আহা, খুবই মজা তাই না? এ কঠিন অবস্থায় তারা আরও বেশি গান লিখেছে এবং তাদের বাদ্যযন্ত্র বাজানোর মান একটি নতুন উচ্চ পর্যায়ে পৌঁছেছে। অবশেষে নিউ প্যান্টস ব্যান্ড সাফল্য অর্জন করে। তাই এখন আমরা নিউ প্যান্টসের কয়েকটি গান শুনবো। প্রথমে শুনুন 'ড্রাগন, বাঘ ও মানুষের অমরত্ব' এবং 'সে হলো স্বয়ংক্রিয়'। ব্যান্ডের নামের চেয়ে তাদের গান আরও অদ্ভুত, তাই না? গানে আপনারা আরও মজার সুর খুঁজে পাবেন।

বন্ধুরা, নিউ প্যান্টসের গান কেমন লাগলো? তাদের গানের ছন্দ সহজ তবে খুবই উচ্চকিত। তাদের গানে রয়েছে বহু ইলেকট্রোনিক সংগীতের উপাদান। তাদের গান শোনার পাশাপাশি আপনারা নাচঘরের ডিসকো অনুভব করতে পারেন। আচ্ছা, এখন আপনাদের শুনাবো নিউ প্যান্টসের আরও দু'টি গান। গানের নাম হলো 'দুজন বান্ধবী' ও 'দুজন ছেলে বন্ধু'।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের অদ্ভুত ব্যান্ড নিউ প্যান্টস । এ পর্যন্ত আমরা তাদের কয়েকটি গান শুনলাম। তাই আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আমরা তাদের আরও দু'টি নতুন গান শুনবো। গানের নাম হলো দুঃখ হোটেল এবং আমারও ভালোবাসা আছে।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক