Web bengali.cri.cn   
শর্ট-ট্র্যাক স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে পাঁচটি স্বর্ণপদক চীনের (ছবি)
  2013-03-11 14:56:29  cri

চীনা নারী খেলোয়াড়রা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে

মার্চ ১১: ২০১৩ সাল শর্ট-ট্র্যাক স্পিড স্কেটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা রোববার শেষ হয়েছে। প্রতিযোগিতায় চীনা দল পাঁচটি স্বর্ণপদক জিতে পদকতালিকার শীর্ষে রয়েছে।

চীনা খেলোয়াড় ওয়াং মেং চতুর্থ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপে নারীদের ৫০০ মিটার ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন। চীনের লিয়াং ওয়েন হাও স্বর্ণপদক জিতেছেন পুরুষদের ৫০০ মিটার ইভেন্টে। চীনা দলের এবারের নৈপুণ্য ২০১৪ সালের শীতকালীন অলিম্পিক গেমসের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে।

চীনা খেলোয়াড় ওয়াং মেং ১০০০ মিটার ইভেন্টে চ্যাম্পিয়ন হন

শর্ট-ট্র্যাক স্পিড স্কেটিংয়ের আরেকটি ঐতিহ্যবাহী শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া এবার চারটি স্বর্ণপদক পেয়েছে। ২০০১ সালে চীন বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ শুরু করার পর এই প্রথম স্বর্ণপদকের সংখ্যার দিকে থেকে দক্ষিণ কোরিয়াকে ছাড়িয়ে গেছে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক