Web bengali.cri.cn   
বিমা কোম্পানির পরিচালক হওয়ার পথও বন্ধ হচ্ছে ঋণখেলাপিদের
  2013-03-14 17:46:05  cri

বিমা কোম্পানির পরিচালক পদে যাতে কোনো ঋণখেলাপি থাকতে না পারেন, তার বিধান তৈরিতে সম্মত হয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো।

প্রথম আলো পত্রিকায় বৃহস্পতিবার প্রকাশিত এক খবরে বলা হয়েছে, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ), যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তর (রেজসকো) এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) এক যৌথ বৈঠকে বুধবার এ ঐকমত্যে পৌঁছায় সংস্থাগুলো।

বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গভর্নর আতিউর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ব্যাংকে ঋণপত্র খোলার সময় নৌ-বিমা সংক্রান্ত প্রত্যয়নপত্র কাস্টমসের পাশাপাশি আইডিআরএ-তে পাঠানো হবে।

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, কোনো ঋণখেলাপি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে পারেন না। এমনকি কোনো পরিচালক ঋণখেলাপি হলে তিনি পরিচালক পদ হারান। তবে বিমা কোম্পানিতে এ ধরনের কোনো বিধান নেই। এ কারণে তাঁদের ক্ষেত্রে এ ধরনের একটি নিয়ম করার বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, এ ছাড়া বিমাশিল্পের শৃঙ্খলা রক্ষায় ব্যাংকে ঋণপত্র খোলার সময় নৌ-বিমার ক্ষেত্রে কভার নোট কাস্টমসের পাশাপাশি আইডিআরএতে পাঠানোর দাবি এসেছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিগগিরই ব্যাংকগুলোকে একটি নির্দেশনা দেবে। (এসআর)

মন্তব্য
লিঙ্ক