Web bengali.cri.cn   
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়
  2013-03-15 10:24:14  cri
মার্চ ১৫: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পূর্ণ-প্যানেলে জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থক আইনজীবীরা।

সমিতির ১৪টি পদের মধ্যে ১৩টিতে জয়লাভ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। একটিমাত্র সদস্যপদ পেয়েছে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

বুধবার গভীর রাতে ভোট গণনা শেষ হয় ২০১৩-১৪ কার্যমেয়াদের দু'দিনব্যাপী এ নির্বাচনের।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের এ জে মোহাম্মদ আলী ১,৬৬৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একই প্যানেলের মাহবুব উদ্দিন খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ১,৬৭৬ ভোট পেয়ে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আব্দুল বাসেত মজুমদার এবং রবিউল আলম বুদু পান যথাক্রমে ১,৩৪০ ও ১,৩৬৯ ভোট।

মোহাম্মদ আলী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক অ্যাটর্নি জেনারেল। আর সংসদ সদস্য খোকন বিএনপির যুগ্মমহাসচিব।

নির্বাচন কমিটি জানায়, ৪ হাজার ৪৫ জন ভোটারের মধ্যে ৩ হাজার ২০০ জন ভোট দিয়েছেন। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক