Web bengali.cri.cn   
প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলার প্রতিপাদ্য-সংগীত সংগ্রহ অভিযান শুরু
  2013-03-19 15:55:43  cri

মার্চ ১৯: চলতি বছরের জুনে চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংয়ে প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলা অনুষ্ঠিত হবে।

চীন ও দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতাকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ মেলায় থাকবে একটি প্রতিপাদ্য-সংগীত।

চীন আন্তর্জাতিক বেতার আর খুনমিং শহর দক্ষিণ এশীয় অঞ্চলের গীতিকার, সুরকার, শিল্পী ও আগ্রহী অন্য ব্যক্তিদের কাছ থেকে প্রতিপাদ্য-সংগীত আর গানের কথা সংগ্রহ অভিযান শুরু করেছে আনুষ্ঠানিকভাবে।

প্রতিপাদ্য-সংগীত ও গানের কথায় চীন-দক্ষিণ এশিয়া মেলার প্রতিপাদ্য 'পরস্পরের কাছে উন্মুক্তকরণ, বাস্তব সহযোগিতা, পারস্পরিক উপকারিতা এবং সকলের সাফল্য, সম্প্রীতিমূলক উন্নয়ন'-এর চেতনা প্রতিফলিত হতে হবে।

ইয়ুননান আর দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রঙিন জাতিগত সভ্যতা এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতির ঐক্যতান প্রকাশিত হতে হবে এতে। সংগীত শ্রুতিমধুর হতে হবে এবং গানের কথায় গভীর অর্থ থাকতে হবে। সংগীতের ভাষা, স্টাইল ও রীতির কোনো সীমাবদ্ধতা নেই। তবে সংগীত এমন হলে ভালো যে, ভিন্ন সাংস্কৃতিক পরিবেশের শ্রোতারা এটা সহজে গ্রহণ ও প্রচার করতে পারবে।

এ প্রতিপাদ্য-সংগীত ও গানের কথা সংগ্রহ অভিযানে অংশগ্রহণে আগ্রহীদেরকে আগামী ২৬ এপ্রিলের আগে সিআরআই বাংলা বিভাগে নিজের সংগীত ও সংশ্লিষ্ট উপকরণ পাঠাতে হবে। আমাদের ডাক ঠিকানা: 16A Shijingshan Road, Beijing, China, Code No-100040। আমাদের ইমেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn

পাঠানো উপকরণের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে সংগীতের অডিও, স্বরলিপি, গানের কথা, শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় এবং তাঁর সঙ্গে যোগাযোগের উপায়।

সংগৃহীত সংগীতের মধ্য থেকে দশটি সেরা গান চূড়ান্তভাবে নির্বাচিত হবে। আগামী ৬ মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। এর মধ্যে একটি গান প্রথম চীন-দক্ষিণ এশিয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে। নির্বাচিত সংগীতের জন্য পুরস্কার, স্বীকৃতিপত্র ও সম্মাননা দেওয়া হবে এবং সংশ্লিষ্ট অনুষ্ঠানে সেটি প্রচার করা হবে। (ইয়ু/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক