Web bengali.cri.cn   
রাশিয়া ও চীন পর্যটন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদিলেন সি চিনপিং এবং ভ্লাদিমির পুতিন
  2013-03-23 18:46:01  cri

মার্চ ২৩: রাশিয়া ও চীন পর্যটন বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান শুত্রবারের রাতে মস্কোর ক্রেমলিন ভবনে অনুষ্ঠিত হয়। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভাষণ প্রদান করেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, চীনের দীর্ঘ ইতিহাস ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে এবং চীন হচ্ছে রাশিয়ায় আগমনকারী তৃতীয় বৃহত্তম পর্যটক দেশ। দু'দেশের পর্যটন বিষয়ক সহযোগিতায় বিশাল সম্ভাবনা রয়েছে। রাশিয়া ও চীন পর্যটন বর্ষের সংশ্লিষ্ট অনুষ্ঠান নিশ্চয়ই চমত্কার হবে বলে তিনি বিশ্বাস করেন। এর সঙ্গে সঙ্গে দু'দেশের মৈত্রী ও সহযোগিতার উন্নয়ন আরো জোরদার করা হবে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, পর্যটন করা হলো সংস্কৃতি সম্প্রচার ও বিনিময় এবং মৈত্রী জোরদারের সেতু। একটি ঐতিহ্যবাহী দেশ হিসেবে চীনের উন্নয়নের শক্তি রয়েছে। রাশিয়া ও চীন পর্যটন বর্ষের সংশ্লিষ্ট অনুষ্ঠান যেন একটি সুযোগ, যার মাধ্যমে চীন ও রাশিয়া নতুন কৌশলগত সহযোগিতা বাড়াতে পারে। (প্রকাশ/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক