Web bengali.cri.cn   
২০১২ সালে চীনা পর্যটকরা বিদেশ ভ্রমণ খাতে সবচে বেশি অর্থ ব্যয় করেছে: বিশ্ব পর্যটন সংস্থার তথ্য
  2013-04-09 16:32:29  cri
এপ্রিল ৯: ২০১২ সালে চীনা পর্যটকরা বিদেশ ভ্রমণ খাতে সবচে বেশি অর্থ ব্যয় করেছে। এ-ক্ষেত্রে তারা ছাড়িয়ে গেছে জার্মানি ও যুক্তরাষ্ট্রের পর্যটকদের। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা সম্প্রতি স্পেনের মাদ্রিদে এ-তথ্য প্রকাশ করে। সংস্থার পরিসংখ্যান অনুসারে, গত বছর চীনা পর্যটকরা বিদেশ ভ্রমণ খাতে ১০,২০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে, যা ২০১১ সালের ব্যয়ের চেয়ে ৪০ শতাংশ বেশি। পরিসংখ্যান আরো বলছে যে, ২০০০ সালে যেখানে এক কোটি চীনা পর্যটক বিদেশ ভ্রমণ করেছেন, সেখানে ২০১২ সালে সে-সংখ্যা ছিল আট কোটি ত্রিশ লাখ। ২০০০ সালের তুলনায় ২০১২ সালে চীনারা বিদেশ ভ্রমণ খাতে ব্যয় করেছে প্রায় আট গুণ অর্থ। (লতা/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক