Web bengali.cri.cn   
চীনের অভ্যন্তরীণ ও বিদেশমুখী পর্যটনে দ্রুত উন্নয়নের ধারা
  2013-04-15 16:42:48  cri

এপ্রিল ১৫: এ বছরের প্রথম তিন মাসে চীনের পর্যটন অর্থনীতিতে সামগ্রিকভাবে অবিরাম ও দ্রুত উন্নয়নের ধারা বজায় রয়েছে।

এর মধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ভ্রমণ বাজারেই দ্রুতগতির প্রবৃদ্ধি হয়। সম্প্রতি চীনের জাতীয় পর্যটন ব্যুরো প্রকাশিত এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।

পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছর চীনা নাগরিকদের পর্যটন কেনাকাটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বছরের প্রথম প্রান্তিকে পর্যটন খাতে আয় হয় ৮৩৫ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৮ শতাংশ বেশি।

পর্যটকদের মধ্যে ওই সময়ে দেশের অভ্যন্তরে ভ্রমণকারী মানুষের সংখ্যা ছিল ১ বিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেশি।

পর্যটন খাতে দেশের অভ্যন্তরে সৃষ্ট আয় হয় ৭৬৩ বিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেশি। --ওয়াং হাইমান/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক