Web bengali.cri.cn   
পেইচিংয়ে ল্যাক্রিমোসার সংগীতাঅনুষ্ঠান
  2013-05-10 18:24:15  cri

সংগীত আমার জীবন, আমার জীবন 'সুরের ধারায়'। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন 'সুরের ধারায়', চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত অনুষ্ঠান। আপনাদের সঙ্গে ‌আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আমরা আপনাদের প্রিয় গান প্রচার করার চেষ্টা করবো এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার। যদি আপনারা আমাদের কেউ ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন আমাদের চালিকাশক্তি।

 

চলে যাচ্ছি মূল অনুষ্ঠান। আপনাদের মনে আছি কি সুইজারল্যান্ডের ব্যান্ড 'ল্যাক্রিমোসার' কথা? আগের একটি অনুষ্ঠানে এ-ব্যান্ডের গান শুনিয়েছি আপনাদের। ল্যাটিন ভাষায় 'ল্যাক্রিমোসা' শব্দের মানে দুঃখ অথবা 'অশ্রুমাখা মুখ'। এ ব্যান্ডের সংগীত রীতি হলো 'ডার্ক গথিক'। তাঁদের গানে সবসময় থাকে সীমাহীন অন্ধকার ও দুঃখ। এখন আমরা ল্যাক্রিমোসার একটি গান শুনবো। গায়কের সুরে আপনারা অনুভব করবেন দুঃখ ও অন্ধকার। কেন আমি এ-ব্যান্ডের কথা বলছি? একটি বড় খবর দিচ্ছি আপনাদের; 'গথিকের সম্রাট' বলে খ্যাত 'ল্যাক্রিমোসা' সম্প্রতি চীনে এসেছে। আমি যে ভীষণ আনন্দিত তা বলে বোঝাতে পারবো না! আমি তাঁদের পেইচিং সংগীতনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠানে আমি জীবনের শ্রেষ্ঠ তিন ঘন্টা কাটিয়েছি, এবং সত্যি বলছি, খুব করে কেঁদেছি। আমি এ-দিনটির জন্য ৪ বছর অপেক্ষা করেছি। এ-ব্যান্ডের কনসার্ট সরাসরি দেখা আমার দীর্ঘকালের স্বপ্ন। ২০০৯ সালে ল্যাক্রিমোসা পেইচিংয়ে এসেছিল। তখন আমি ছাত্র, ওদের কনসার্টের টিকিট কাটার টাকা আমার হাতে ছিল না। তাই আমার স্বপ্ন তখন, স্বপ্নই থেকে যায়। কিন্তু এবার যখন ল্যাক্রিমোসা আবারো পেইচং এলো, তখন আমাকে আর কে ঠেকায়? এখন আমি চাকরি করি, পকেটে টাকা আছে, আর আছে কনসার্টে যাওয়ার তীব্র আকাঙ্খা। অতএব দে ছুট! সরাসরি দেখলাম আমার প্রিয় তারকাদের, শুনলাম তাদের অসাধারণ সঙ্গীত। অসংখ্য সঙ্গীতপ্রেমীর সঙ্গে আমিও চিত্কার করলাম আর কাঁদলাম। জানি না, আপনারা আমার অনুভূতি কতোটা বুঝতে পেরেছেন। চলুন আপনাদের নিয়ে যাচ্ছি সেই অনুষ্ঠানে। (রেকর্ড ১)

মূল অনুষ্ঠান শুরুর জন্য প্রায় এক ঘন্টার অপেক্ষা করেছি, তারপর কনসার্ট শুরু হলো। প্রথম গানের নাম 'আমি একটি জ্বলন্ত ধূমকেতু'। চলুন শোনা যাক গানটি।

গান:

তাঁদের অনুষ্ঠান চমত্কার, তাই না? তবে এশীয় দেশগুলোতে এই ব্যান্ড তেমন একটা পরিচিত নয় বলেই জানি। আমার ধারণা এর আগে আপনারা এ-ব্যান্ডের গান শোনেননি। আমার বন্ধু আলিমও শোনেননি। আলিম ভাই, আজ আপনিও এ-ব্যান্ডের গান প্রথমবার শুনেছেন, তাই না? আমাদের শ্রোতাদের জানাবেন আপনার অনুভূতির কথা?

আলিম:

ধন্যবাদ আলিম ভাই। সংগীতানুষ্ঠানে আমার সবচেয়ে প্রিয় গান Stolzes Herz শোনার সময় আমি রীতিমতো কেঁদেছি। বিশ্ববিদ্যালয়ে আমি নিজের ব্যান্ড প্রতিষ্ঠার সময় প্রায়ই এ গান শুনতাম। অনুষ্ঠানে গানটি শোনার সময় বিশ্ববিদ্যালয়ের কতো স্মৃতিও মানসপটে ভেসে উঠেছিল! Stolzes Herz মানে 'গর্বিত হৃদয়'। আশা করি আপনারা আমার হৃদয়কে বুঝতে পারেন।

(গান)

ল্যাক্রিমোসার পেইচিং সংগীতানুষ্ঠান ব্যাপক সফলতা পেয়েছে। অনুষ্ঠানে ব্যান্ডের গায়ক টিলো সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই সংগীতানুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলেছেন:

রেকর্ড ২:

ধন্যবাদ সবাইকে। আমাদের চীনে আসার আমন্ত্রণ করার জন্য এবং প্রায় ৪ বছর অপেক্ষার জন্য ধন্যবাদ। এই রাতে আমাদের সংগে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা এখন ফিরে এসেছি। আমরা নতুন অ্যালবাম নিয়ে এখানে এসেছি এবং আপনাদের জন্যই আমরা সঙ্গীত পরিবেশন করবো। অ্যালবামের নাম 'বিপ্লব'।

শ্রোতা বন্ধুরা, এখন আমরা অ্যালবামের একই নামের গান শুনবো। বলা বাহুল্য, গানটির নামও 'বিপ্লব'।

(গান)

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজ আমরা শুনছি পেইচিং সংগীতাঅনুষ্ঠানে পরিবেশিত ল্যাক্রিমোসার গান। সংগীতানুষ্ঠানের শেষ গানটি পরিবেশিত হবার পর আমরা অর্থাত উপস্থিত দর্শক-শ্রোতার 'এনকোর' 'এনকোর' বা 'আরেকটি গান শুনবো', 'আরেকটি গান শুনবো' বলে চিত্কার করছিলাম।

রেকর্ড ৩:

তখন ল্যাক্রিমোসা আবারো মঞ্চে ফিরে আসে এবং আরেকটি গান শোনায়। গানটির নাম 'কপিক্যাট'। গানটিতে আপনারা শাস্ত্রীয় সংগীতের অনেক বাদ্যযন্ত্রের সুর ও গির্জা সংগীতের উপাদান শুনবেন। এখন এই গান নিয়ে আজকের সুরের ধারায় শেষ করবো।

(গান)

প্রিয় সংগীতপ্রেমী বন্ধুরা, দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের সময় ফুরিয়ে এল। তাই আজকের মতো গানের ঝাপি বন্ধ করতে হচ্ছে। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সাথেই থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক