Web bengali.cri.cn   
চলতি বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ২.২ শতাংশ, চীনের ৭.৭ শতাংশ: বিশ্ব ব্যাংকের পুর্বাভাষ
  2013-06-13 11:38:53  cri

জুন ১৩: বিশ্ব ব্যাংক বুধবার প্রকাশিত সর্বশেষ 'বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি' শীর্ষক প্রতিবেদনে জানিয়েছে যে, চলতি বছর বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার গত বছরের ২.৩ শতাংশ থেকে কমে ২.২ শতাংশে দাঁড়াবে। প্রতিবেদন অনুসারে, একই সময়ে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৭.৭ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে শিল্পোন্নত দেশগুলোর অর্থনীতির প্রবৃদ্ধির হার যেখানে হবে ১.২ শতাংশ, সেখানে উন্নয়নশীল দেশগুলোর চলতি বছর ও আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে যথাক্রমে ৫.১ শতাংশ এবং ৫.৬ শতাংশ। ২০১৪ সালে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বেড়ে ৮ শতাংশে দাঁড়াবে।

পূর্বাভাষ অনুসারে, ২০১৪ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৩ শতাংশ। এদিকে, যুক্তরাষ্ট্রের চলতি বছর ও আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার যথাক্রমে ২ শতাংশ ও ২.৮ শতাংশ হবে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। (ইয়ু / আলিম)

মন্তব্য
লিঙ্ক