Web bengali.cri.cn   
ঢাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শুরু আগস্টে
  2013-06-19 09:57:29  cri
জুন ১৯: বাংলাদেশের রাজধানী ঢাকায় বহুল আলোচিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের নির্মাণ কাজ আগামী আগস্ট মাসে শুরু হচ্ছে।

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ৪০ কিলোমিটার দীর্ঘ এই উড়ালপথের প্রথম ধাপে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত ৮ কিলোমিটার অংশের কাজ হবে।

আট হাজার ৭ শ' ৩ কোটি টাকার এ প্রকল্পের দ্বিতীয় ধাপে তেজগাঁও থেকে কমলাপুর পর্যন্ত ৮ কিলোমিটার এবং তৃতীয় ধাপে কমলাপুর থেকে চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত ৭ কিলোমিটার অংশের কাজ হবে।

মন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার যোগাবে ২ হাজার ২শ' ৫৮ কোটি টাকা। বাকি টাকা দেবে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যাংককভিত্তিক ইতাল থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক