Web bengali.cri.cn   
তফসিলভুক্ত হলো নতুন মধুমতি ব্যাংক
  2013-06-19 09:59:03  cri
জুন ১৯: তফসিলভুক্ত হলো বাংলাদেশের নতুন লাইসেন্স পাওয়া মধুমতি ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিষয়টি জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তালিকাভুক্তির পর এখন মধুমতি ব্যাংকের ব্যবসায়িক পরিকল্পনার আলোকে প্রস্তুতি এবং আগ্রহপত্রের (এলওআই) শর্তগুলোর বাস্তবায়ন দেখতে ব্যাংকটির প্রধান কার্যালয় পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক। এরপর শাখা খোলার অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক।

তবে অন্যান্য নতুন ব্যাংকের মতো শাখা খোলার ক্ষেত্রে মধুমতি ব্যাংককেও বেশ কিছু শর্ত মানতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে শহরে একটি শাখার বিপরীতে গ্রামে একটি শাখা খোলার বাধ্যবাধকতা এবং একই শহর বা মেট্রোপলিটন এলাকায় বছরে একটির বেশি শাখা না খোলা। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক