Web bengali.cri.cn   
বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ১৫.৪ কোটি ডলারের বিদেশি ঋণ অনুমোদন
  2013-06-20 11:01:11  cri
জুন ২০: বেসরকারি খাতের ১৫টি প্রতিষ্ঠানের জন্য ১৫ কোটি ৪০ লাখ ডলারের বিদেশি ঋণ অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে মঙ্গলবার বিনিয়োগ বোর্ডের বাছাই কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এ ঋণ নিচ্ছে বিদ্যুত্, তৈরি পোশাক ও ইস্পাতসহ কয়েকটি খাতের এ প্রতিষ্ঠানগুলো।

অনুমোদিত ঋণের মধ্যে রয়েছে সামিট মেঘনা ঘাট পাওয়ার কোম্পানি লিমিটেডের ৩ কোটি ডলার, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানির ৫০ লাখ ডলার এবং মিডল্যান্ড পাওয়ার কোম্পানির ২ কোটি ১১ লাখ ডলার।

ঋণের অনুমোদন পাওয়া অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিএসআরএম স্টিল লিমিটেড (৪ কোটি ডলার), সায়হাম টেক্সটাইল (১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলার), পাহাড়তলী টেক্সটাইল (১ কোটি দুই লাখ ৫০ হাজার ডলার), আম্মান বাংলাদেশ লিমিটেড (৮৬ লাখ ১০ হাজার ডলার), জে এম ফেব্রিকস (৭৩ লাখ ২০ হাজার ডলার), হোলসিম সিমেন্ট (৬০ লাখ ডলার) এবং ইমপ্রেস নিউটেক্স (৩৫ লাখ ৮০ হাজার ডলার)।

এই ঋণের জন্য প্রতিষ্ঠানগুলোকে লন্ডন আন্তব্যাংক অফার রেটের সঙ্গে সর্বোচ্চ সাড়ে চার শতাংশ যোগ করে সুদ দিতে হবে। (এসআর)

মন্তব্য
লিঙ্ক