Web bengali.cri.cn   
ইউনিভার্সিয়েড পদকতালিকায় শীর্ষে রাশিয়া, চীন
  2013-07-18 20:51:45  cri

জুলাই ১৭: বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ২৭তম বিশ্ব গ্রীষ্মকালীন গেমস অর্থাত্ ইউনিভার্সিয়েডের সমাপনী অনুষ্ঠান বুধবার সন্ধ্যায় রাশিয়ার কাজান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এক শ' ষাটটিরও বেশি দেশ ও অঞ্চলের ১০ সহস্রাধিক শিক্ষার্থী খেলোয়াড় ১২ দিনের এ প্রতিযোগিতায় অংশ নেন।

দু' শ' বিরানব্বইটি পদক নিয়ে পদকতালিকার শীর্ষ রয়েছে স্বাগতিক রাশিয়া। এর মধ্যে ১৫৫টি স্বর্ণপদক।

চার শ' চুরানব্বই সদস্য নিয়ে গঠিত চীনা দল দ্বিতীয় অবস্থান অর্জন করে। চীন অর্জন করে ২৬টি স্বর্ণপদক, ২৯টি রৌপ্যপদক এবং ২২টি ব্রোঞ্জপদক।

চুরাশিটি পদক নিয়ে তৃতীয় স্থান পায় জাপান দল। তাদের মোট ৮৪টি পদকের মধ্যে স্বর্ণপদক ২৪টি। (ওয়াং হাইমান/এসআর)

মন্তব্য
লিঙ্ক