Web bengali.cri.cn   
এশীয় যুব গেমসে স্কোয়াশে স্বর্ণপদক জিতলেন ভারতের কুমার
  2013-08-20 17:03:19  cri

ভারতীয় স্কোয়াশ দল

আগস্ট ২০: দ্বিতীয় এশীয় যুব গেমসের পুরুষ স্কোয়াশের এককে স্বর্ণপদক জিতেছেন ভারতের কুমার খুশ। তিনি সোমবার চীনের নানচিং অলিম্পিক সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে ৩-১ সেটে মালয়েশিয়ার মো. কামাল মোহাম্মদ সাফিককে পরাজিত করেন।

স্বর্ণপদক জেতার পর সিআরআইকে দেয়া এক সাক্ষাত্কারে কুমার বলেন, "আমরা দু'জনই ভালো খেলেছি। প্রতিযোগিতাও চমত্কার হয়েছে। সাফিক একজন কৃতী খেলোয়াড়। তবে আজ আমি নিজের সেরা খেলা খেলেছি। ভারতীয় খেলোয়াড় হিসেবে এ স্বর্ণপদক পেয়ে আমি গর্বিত।"

উল্লেখ্য, ২০১২ সালের শেষ দিকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অস্থায়ীভাবে ভারতের সদস্যপদ স্থগিত করায় এবার এশীয় যুব গেমসে দেশটি সরাসরি অংশগ্রহণ করতে পারছে না। তবে, ভারতীয় খেলোয়াড়রা স্বাধীন অলিম্পিক খেলোয়াড় হিসেবে গেমসে অংশ নিচ্ছেন।(ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক