Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১১: মোষ দানব দমন
  2013-09-02 18:05:54  cri


মোষ দানব

আকাশ গামি নদি পার হয়ে আচার্য ও তার শিষ্য পথ চলছেন অক্লান্তভাবে। একদিন উঁচু এক পাহাড়ের উপর দিয়ে যেতে যেতে নিচে এক গ্রাম দেখা গেলো। আচার্য ঐ গ্রাম থেকে উখোংকে কিছু খাবার জোগাড় করে আনতে বললেন।

উখোং এক ডিগবাজি খেয়ে নিচে নামলো। এক বাড়ির সামনে গিয়ে দরজায় টোকা দিতেই বের হয়ে আসলেন এক বৃদ্ধ। আচার্য ও তাদের পরিচয় দিয়ে বৃদ্ধের কাছে কিছু খাবার চাইলো উখোং। সে বহুদুর থেকে উড়ে এসেছে শুনে বৃদ্ধ তাকে ভুত ভাবলো। এবং লাঠি দিয়ে বানরের মাথায় দিলো এক বাড়ি। বানর তাতে ভয় না পেয়ে বললো, মারুন ক্ষতি নেই। কিন্তু যতোবার মারবেন ততো বাটি ভাত দিতে হবে। বৃদ্ধ আরও ভয় পেয়ে গেলো।

তারপর কী ঘটলো? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক