Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১২: আসল ও নকল সুন উখোং
  2013-09-09 16:12:42  cri


ফিফা গুহা পেছনে ফেলে আচার্য ও তাঁর তিন শিষ্য যাচ্ছেন পশ্চিম দেশের পথে। একদিন এক খুব উঁচু পাহাড়ের সামনে এলেন তাঁরা। ধিরে ধিরে খুব সতর্ক হয়ে তাঁরা পাহাড়ে উঠতে লাগলেন। উখোং মন্ত্র পড়ে আচার্যের ঘোড়াকে ছুটিয়ে নিয়ে এলো। কিছুক্ষণ পর তারা এক সমতল জায়গায় দাঁড়ালো। এবার ভাবনা চিন্তা করে এগোতে হবে।

হঠাত্ পাহাড়ি জঙ্গল থেকে খাঁড়া বর্শা ডাণ্ডা ইত্যাদি হাতে নিয়ে বেরিয়ে হলো প্রায় তিরিশ জন দস্যু। তারা আচার্যদের মালামাল লুঠ করতে চাইলো। উখোং ডাণ্ডার আঘাতে ডাকাতদের দুই সর্দারকে মেরে ফেললো। তা দেখে ভয়ে পালিয়ে গেলো অন্যেরা।

এখানে আচার্য আর তিন শিষ্য আর কী বিপদ সম্মুখীন হতে পারে? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

 

মন্তব্য
লিঙ্ক