Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-১৭: সিংহ কুব্জ পর্বতের তিন দানব
  2013-10-21 18:57:28  cri


রেশমি জাল গুহা থেকে উদ্ধার পেয়ে সুয়ান চুয়ান আবার এগোচ্ছিলেন পশ্চিম দেশ ভারতবর্ষের দিকে। এসে গেলো শরত্কাল। বেশ আরামেই পথ চলছিলেন তাঁরা। একদিন সামনে পড়লো বিরাট এক খাড়া পাহাড়। আর সেই পাহাড়ের উপর থেকে এক পাকাচুল বুড়ো চিত্কার করে বলেন, আচার্য শিগগির ঘোড়া থামান। এই পাহাড়ে নরখাদক দানব থাকে। আর এগোরেন না। বড়ো বিপদ আছে এখানে।

সুন উখোং বৃদ্ধের কাছ থেকে জানলো, একশো ক্রোশ বিস্তৃত এই পর্বতের সিংহকুব্জ গুহাতে তিনটি ভয়ঙ্কর দানব বাস করে। তাদের অধিনে আছে আটচল্লিশ হাজার মানুষ খেকো খুদে দানব। কথাগুলো বলেই বৃদ্ধ এক উজ্জ্বল ছটা হয়ে মিলিয়ে গেলেন। উখোং দিব্যদৃষ্টি দিয়ে বুঝলো যে বৃদ্ধ হলেন শ্বেত তারকাদেব। তির্থ যাত্রিদের সাবধান করার জন্যই এসেছিলেন তিনি।

এখানে আচার্য কী বিপদ সম্মুখীন হবেন? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক