Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২১: জোড়াগুহার চিতাবাঘ দানব দমন
  2013-11-18 16:25:19  cri


ভিক্ষুহিন রাজ্য ত্যাগ করে আচার্য এবং তাঁর তিন শিষ্য পশ্চিম দেশের দিকে যেতে যেতে একদিন এসে পৌঁছুলেন এক পাহাড়ের কাছে। হঠাত্ প্রবল ঝড় উঠলো। কালো মেঘে ছেয়ে গেলো সারাটা আকাশ।

উখোং এক লাফে মেঘে উঠে দেখলো পাহাড়ের খাদে এক গ্রাম। সেখানে বসে আছে এক অদ্ভুত জিব। দেখতে অনেকটা চিতাবাঘের মতো। তার দুপাশে খুদে দানবেরা দাপাদাপি করছে। ঐ অদ্ভুত জিবটাই ঝড় আর মেঘ সৃষ্টি করছে ফুঁ দিয়ে দিয়ে।

সুন উখোং প্রথমে পাচিয়েকে সেখানে পাঠাতে চাইলো। তাই মিছিমিছি রান্না খাওয়া ইত্যাদির গল্প বলে প্রলুব্ধ করলো পাচিয়েকে।

পাচিয়ে সেখানে গিয়ে কী দেখতে পেলো? তা জানার জন্য এ গল্প শুনুন।

মন্তব্য
লিঙ্ক