Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২৭: অভিষ্ট সিদ্ধি ও স্বদেশ প্রত্যাবর্তন
  2014-01-06 13:50:00  cri


চৌদ্দ বছর অশেষ কষ্ট সহ্য করে অবশেষে আচার্য বুদ্ধদেবের পুন্যভূমি ভারতবর্ষে পদার্পণ করলেন। ভারতবর্ষে পৌঁছে সেদেশের ফল ফুল পাখি গাছ পালার মনোরম দৃশ্য দেখে অভিভূত হলেন আচার্য। কয়েক দিন পথ চলার পর তাঁরা কয়েকতলা বিরাট এক অট্টালিকা দেখলেন।

প্রবেশ দ্বারের সামনে এসে দেখলেন, সুন্দর পোশাক পরা এক দেবপুরুষ। হাতে তাঁর পাখা। তিনি প্রশ্ন করলেন, আপনারাই কি মহা থাং সাম্রাজ্য থেকে এসেছেন বৌদ্ধশাস্ত্র গ্রন্থ সংগ্রহ করতে?

দেবপুরুষ যে গৃধ্রকুট পর্বতের ইয়ুচেন মঠের অধ্যক্ষ তা সুন উখোং জানতো। কথাটা সে আচার্যকে জানালো। পরিচয় হলো দুজনের মধ্যে। নমস্কার বিনিময় হলো। দেবপুরুষ হেসে আচার্যকে বললেন, বোধিসত্ব কুয়ানইন বলেছিলেন যে কয়েক বছরের মধ্যে এখানে আপনি আসবেন। সেই থেকে আমি প্রায় চৌদ্দ বছর ধরে আপনার জন্য অপেক্ষা করে আছি। এবার কী আচার্যের  স্বপ্ন পূরণ করতে পারবেন? তা জানার জন্য গল্পটি শুনুন।

মন্তব্য
লিঙ্ক