Web bengali.cri.cn   
বাংলাদেশ বেতারে সাক্ষাত্কার দিয়েছেন সিআরআইয়ের মহাপরিচালক ওয়াং গেং নিয়েন
  2016-04-01 22:15:28  cri

বাংলাদেশ বেতারের স্টুডিও-তে বাম থেকে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া, সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ মহিউদ্দিন তাহের, সিআরআই-এর মহাপরিচালক ওয়াং গেং নিয়েন এবং বাংলাদেশ বেতার বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ। (ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু)

৩১ মার্চ বৃহস্পতিবার সকালে "বাংলাদেশ বেতার এবং সিআরআই-এর সম্পর্ক উন্নয়ন" শিরোনামে বাংলাদেশ বেতারের শাহবাগস্থ সদরদপ্তরের স্টুডিও-তে তিনি এই বিশেষ সাক্ষাত্কারটি প্রদান করেন। সাক্ষাত্কারটির গ্রন্থনা ও উপস্থাপনা করেন বাংলাদেশ বেতার বহির্বিশ্ব কার্যক্রমের পরিচালক কামাল আহমেদ। সিআরআই মহাপরিচালক ওয়াং গেননিয়েনের দেওয়া চীনা ভাষার মূল্যবান সাক্ষাত্কারটি বাংলায় অনুবাদ করেন সিআরআই বাংলা বিভাগের সাবেক বিদেশী ভাষা বিশেষজ্ঞ এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের কনসালটেন্ট ও শিক্ষক মহিউদ্দিন তাহের।

এসময় স্টুডিও-তে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়া।

"বাংলাদেশ বেতার এবং সিআরআই-এর সম্পর্ক উন্নয়ন" শীর্ষক এই বিশেষ সাক্ষাত্কারে উভয় বেতারের নানান সহযোগিতা ও অনুষ্ঠান আদান-প্রদানের বিষয়গুলি গুরুত্বের সাথে আলোচনা হয়।

অনুষ্ঠানটি ৩১ মার্চ বৃহস্পতিবার রাত ১০:৪০ মিনিটে এবং ১ এপ্রিল রাত ১:৪৫ মিনিটে এফএম-৯০.০ মেগাহার্জে, বহির্বিশ্ব কার্যক্রম, বাংলাদেশ বেতারের বাংলা সার্ভিস থেকে সম্প্রচার করা হয়।

সাক্ষাত্কারটি শুনার পর কয়েকজন শ্রোতা মোবাইলে ফোন করে সিআরআই মহাপরিচালকসহ বাংলাদেশ বেতারের উচ্চ প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন বাংলাদেশ বেতারের সাথে চীন বেতারের আরো বহুমূখি কার্যক্রম বৃদ্ধি পাবে এবং শ্রোতাদের চাহিদা অনুসারে মূল্যবান অনুষ্ঠান উপহার দিবে। শ্রোতারা এও আশা করেন খুব শীঘ্রই তাঁরা রেডিও, ইন্টারনেট ও ফেইসবুকের পাশাপাশি মোবাইল ফোনে "সিআরআই অ্যাপস"-এর মাধ্যমে বাংলা অনুষ্ঠান শুনতে পাবে এবং বাংলাদেশের প্রতিটি বিভাগীয় এলাকায় এফএম অনুষ্ঠান চালু করা হবে।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)

বাংলাদেশ।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক