Web bengali.cri.cn   
নববর্ষের বিশেষ অনুষ্ঠান-শুভ নববর্ষ
  2013-01-28 17:01:32  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আমরা কথা বলতে বলতে এক বছর চলে যাচ্ছে। আর কয়েক দিন বাকি নতুন বছরের ঘন্টা বাজতে।

খ: হ্যাঁ, গত এক বছরের মধ্যে অনেক শ্রোতা আমাদের কনফুসিয়াস ক্লাসরুমের অনুষ্ঠান শুনতে আসছেন। এবং অনেকেই আমাদের অনুষ্ঠানের উত্তর দেওয়ার অংশে যোগ দিয়েছিলেন। এখানে আপনাদের সবাইকে আমাদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

ক: প্রত্যেক চিঠি বা ইমেল হল আমাদের কাজের জন্য সমর্থন। এবং চিঠির মাধ্যমে আপনাদের চীনা ভাষা শেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন তা নিয়েও আমরা খুব খুশি এবং উপভোগ করি।

খ: বছরের শেষ দিকে এসে দেখি আমিও এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক চীনা ভাষা শিখেছি এবং প্রায় প্রশংসা পাই যে আমার উচ্চারণ যেন আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে।

ক: হ্যাঁ, শিহাব, সত্যি। আপনার উচ্চারণ অনেক উন্নতি হয়েছে। খবর পড়ার সময় চীনা মানুষের নামের উচ্চারণও আগের চেয়ে অনেক ভাল হয়েছে এবং কথাবার্তার সময় আপনি মাঝে মাঝে যে কিছু কিছু চীনা শব্দের উচ্চারণ করেন তা নিয়ে আমরা খুব অবাক হয়ে যাই।

খ: ধন্যবাদ। আমাদের শ্রোতাও খুব ভাল করছেন।

ক: হ্যাঁ, আমাদের শ্রোতা আমাকে খুব মুগ্ধ করেছেন। আমি ইমেল বা চিঠি পড়ার সময় যখন দেখি শ্রোতাদের উত্তরে সঠিক বাংলা দিয়ে চীনা শব্দ লেখার চেষ্টা করেছেন তখন আমি খুব মুগ্ধ হয়ে যাই। যদিও সেই উচ্চারণগুলো হয়তো পুরোপুরি চীনা উচ্চারণের মত হয়নি। তবুও তা থেকে বোঝা যায় প্রিয় শ্রোতারা মনযোগ দিয়ে শিখেছিলেন এবং চেষ্টা করেছিলেন।

খ: হ্যাঁ, আমিও খুব মুগ্ধ হয়ে যাই এবং আশা করি এ অনুষ্ঠানের জন্য আপনাদের জীবনের কিছু নতুন দিক খোলা যাবে।

ক: গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের কাছে যারা যে চিঠি পাঠিয়েছিলেন এবং সঠিক উত্তর পাঠিয়েছিলেন তাদের মধ্যে আমরা লটারি করে ১৫জন ভাগ্যবান শ্রোতার নাম পিয়েছি। আজকের অনুষ্ঠান এ ১৫ জনের নাম ঘোষণা করে দিবো।

খ: প্রথম পাঁচ জন হলেন, বাংলাদেশের রাজশাহী জেলার ফ্রেন্ডস ওনলাইন ডিএক্স এসোসিয়েশনের মিস শারিফুন ইসলাম নিটু, তার ঠিকানা হলো রাজশাহী ঘোরামারা, সিরৈল জি-১২। বাংলাদেশের ঢাকা মহানগরের ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাবের রওশন মুরাদ মুগ্ধ, তার ঠিকানা হলো ঢাকার সেনানিবাসের আইজিএসএন্ডসি, ভিউয়ার/ইন্সপেক্টর। ভারতের পশ্চিম বাংলার বিশ্বপ্রমিক মৈত্রী সংঘের সুমনা বেরা। তার ঠিকানা হল পশ্চিম বঙ্গেঁর ঝাড়গ্রাম, ওল্ড সেটলমেন্ট হাউস নম্বর ৮৮৯/১০। বাংলদেশের জামালপুরের আপরুপা রেডিও লিসেনারস ক্লাবের আবু বাকার সিদ্দিক। তার ঠিকানা হল জামালপুরের মাদারগঞ্জের বালিজুরি বাজার। বাংলাদেশের রাজশাহী জেলার গ্লোবল রেডিও ফ্যান ক্লাবের মোঃ সালাউদ্দিন দোলার। তার ঠিকানা হল রাজশাহীর মতিহারের চুয়ামাহানি।

ক: আমি আরো পাঁচ জনের নাম ঘোষণা করে দিচ্ছি। তারা হলেন, ভারতের পশ্চিম বঙ্গের সাউথ এশিয়া সিআরআই ডিএক্সার ফোরামের আলক চন্দ। তার ঠিকানা হলো পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুরের দাউলাটপুর। বাংলাদেশের ঢাকা মেডিকল কলেজ হস্পিটালের মিসেস আনজুনিয়া পার্ভেন। তার ঠিকানা হল ঢাকা মেটিকল কলেজ হাস্পিতাল, রুম নম্বর ৫০১, সিনিয়ার স্টাফ নার্স। বাংলাদেশের রাজশাহীজেলার লেকচার্স রেডিও লিসেনার্স ক্লাব এন্ড লাইব্রারির সাইফুল ইসলাম থান্দার। তার ঠিকানা হল রাজশাহীর তাহির পুরের আলিয়াবাদের পুরান তাহির পুর। ভারতের পশ্চিম বঙ্গের ওয়েমেন লিসেনার্স ক্লাবের পুষ্প মৈত্রা। তার ঠিকানা হল পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদের ইসলামপুর। বাংলাদেশের ঢাকার মোঃ রেজাউল করিম। তার ঠিকানা হলো ঢাকার বংলা বাজা ৩৮/৩, প্রফেসার্স প্রকাশন।

খ: আমি শেষ ৫ জনের নাম ঘোষণা দিচ্ছি। তারা হলেন, বাংলাদেশের ঝিনাইদহের সোনার বাংলা রেডিও ক্লাবের মোঃ গোলাম রোসুল। তার ঠিকানা হলো ঝিনাইদহের খারিখালির হরিপুর। বাংলাদেশের নাওগঞ্জের মিসেস রবিনা আকতার গোলাপি। তার ঠিকানা হল নাওগঞ্জের শিকের পুরের দেওয়ান পারা। বাংলাদেশের সিরাজগঞ্জের সুচনা সুমাজ কুলইয়ান সংঘের মোঃ আব্দুল মাননান। তার ঠিকানা হল সিরাজগঞ্জের শাহজাদপুরের মোশিপুর। বংলাদেশের কুষ্টিয়ার মুগ্ধ আন্তর্জাতিক বেতার শ্রোতা সংঘের মকলেসুর রহমান। তার ঠিকানা হল কুষ্টিয়ার গোস্বামী দূর্গাপুরের শংকরদিয়া। বাংলাদেশের ঢাকার ডিএম ইন্টারনেশনল রেডিও ক্লাবের দাবলু আনওয়ার। তার ঠিকানা হল ঢাকার গ্রিন রোডের ৭৮ নম্বর।

ক: আমরা এসব শ্রোতাদেরকে ইমেল বা ফোনের মাধ্যমে জানাবো এবং উপহার পাঠিয়ে দেবো। আশা করি আপনারা আমরা জানি আরো অনেক শ্রোতা আছে যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনেন এবং আমাদের অনুষ্ঠান পছন্দ করেন। তারা হয়তো এ তালিকার মধ্যে নেই। কিন্তু আমাদের আন্তরিক শুভেচ্ছা আর কৃতজ্ঞ সবারই জন্য।

খ: এবং আপনারা যদি অনুষ্ঠানটি পছন্দ করেন তাহলে শুনতে থাকেন। এক দিন অবশ্যই আমাদের ভাগ্যবান শ্রোতা হতে পারেন।

ক: আশা করি আপনাদের চীনা ভাষা শেখার কিছু মজার গল্পও আমাদের জানাবেন। আগামী বছরের অনুষ্ঠানে আমরা শ্রোতাদের সঙ্গে যোগাযোগ আরো ঘনিষ্ঠ রাখবো এবং মাঝেমধ্যে শ্রোতাদেরকে ফোন করে সাক্ষাত্কার নেবো।

খ: আপনাদের সমর্থন আমাদের জন্য সবচেয়ে মূল্যবান উপহার। আচ্ছা, স্বর্ণা, নববর্ষ উপলক্ষ্য কিভাবে শুভেচ্ছা জানাতে হয় তা শিখাতে হবে না?

ক: ঠিকই বলেছেন শিহাব। শুভ নববর্ষ, চীনা ভাষায় বলা হয় 'শিন নিয়ান খুয়াই ল্য'। 'শিন নিয়ান' মানে নববর্ষ, 'শিন' মানে নতুন, 'নিয়ান' মানে বর্ষ। 'খুয়াই ল্য' মানে খুশি ও আনন্দ। 'শিন নিয়ান খুয়াই ল্য', শুভ নববর্ষ।

খ: 'শিন নিয়ান খুয়াই ল্য', শুভ নববর্ষ। 'শিন' মানে নতুন, 'নিয়ান' মানে বর্ষ। 'শিন নিয়ান' মানে নববর্ষ। 'খুয়াই ল্য' মানে খুশি ও আনন্দ। 'শিন নিয়ান খুয়াই ল্য', শুভ নববর্ষ।

ক: আমরা সকল শ্রোতাদের ২০১৩ সালের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নতুন বছরে সবাই ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন এবং নতুন সাফল্য পাবেন। ।

খ: আমিও আশা করি, সকল শ্রোতা বন্ধুরা নতুন বছরে আরো সুখী হবেন আরো সমৃদ্ধ হবেন।

ক: আজকের অনুষ্ঠানেও আমরা আগের মত একটা ছোট প্রশ্ন রাখি। তা হল 'শুভ নববর্ষ' চীনা ভাষায় কীভাবে বলা হয়।

খ: 'শুভ নববর্ষ' চীনা ভাষায় কীভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী বছরের শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!(স্বর্ণা/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক