Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনের রক অ্যান্ড রোল - জুং কুও ইয়াও কুন ইউয়ে
  2013-11-20 09:21:50  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে চীনের রক অ্যান্ড রোল – ইয়াও কুন ইউয়ে - এর কথা আপনাদেরকে জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

চীনের মূলভূখণ্ডে রক অ্যান্ড রোলের সূচনা ১৯৮৬ সালে। তখন যুব প্রজন্মের মধ্যে 'রক অ্যান্ড রোল'-এর ধারণা সবে গড়ে ওঠে। ওই সময় 'চীনা রক গডফাদার' ছুই চিয়েন-এর গাওয়া 'ই উ সুও ইয়ৌ' অর্থাত্ কিছুই নেই মূলভূখণ্ডে খুব জনপ্রিয় হয়। তখন থেকে চীনের রক গান মূল সঙ্গীতধারার মধ্যে প্রবিষ্ট হয়। কিন্তু নতুন হওয়ায় এবং কুয়াংতুং প্রদেশের ক্যান্টনিজ ভাষার জনপ্রিয় গানের সাথে মিল থাকায় রক সঙ্গীতের বিশেষ ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়। যদিও পরে হার্ড রকের কিছুটা ধারা শুরু হয়, তারপরও বলতে হবে চীনের রক ধারার জোয়ার শেষ হয়ে এখন ভাটা শুরু হয়েছে। চীনের রক সঙ্গীত দুর্বল হয়ে যাচ্ছে।

প্রথম দিকে রক জগতে সবচেয়ে বড় ও প্রভাবশালী তারকা ছুই চিয়েন এবং তার গাওয়া গান 'ই উ সুও ইয়ৌ' অর্থাত্ কিছুই নেই খুব বিখ্যাত ছিল। তারপর আরো জনপ্রিয় হওয়া রক ব্যান্ডের মধ্যে রয়েছে: বিয়োন্ড (BEYOND), থাং ছাও (唐朝থাং রাজবংশ), হেই পাও (黑豹প্যান্থার), কাং ছি ইয়ু ছাও জাই (高旗與超載ট্রেশ মেটাল ধারার ব্যান্ড), জি ওয়া চিয়াও ইয়ু (自我教育স্বপ্রশিক্ষণ), মিয়ান খুং (面孔মুখ), ছেন চিন陳勁, ইয়ান চিং শ্য (কো眼鏡蛇ব্রা), ১৯৮৯ 1989, ছাং ইং (蒼蠅মাছি), ওয়াং লে王磊ই, ইত্যাদি।

চীনের মূলভূখণ্ডে রক সঙ্গীত তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় নব্বইয়ের দশকে। ওই সময় 'মো ইয়ান সান চিয়ে'-এর নাম খুব বিখ্যাত ছিল। 'মো ইয়ান সান চিয়ে' হলো তিনজন রক গায়কের ডাকনাম, জাং ছু張楚, হো ইউং何勇 এবং তো ওয়েই竇唯।

এরপর চীনের রক সঙ্গীত একটি ধারা হিসেবে খুব দুর্বল হয়ে পড়ে। তবে নব্বইয়ের দশকের শেষ দিয়ে কয়েকটি 'আন্ডারগ্রাউন্ড' ব্যান্ড সক্রিয় হয়ে ওঠে। এর মধ্যে রয়েছে 'তি শিয়া ইং আর' 地下嬰兒 এবং 'ছিং শিং' 清醒樂।

অবশ্য সাম্প্রতিক বছরগুলোতে চীনের রক সঙ্গীত আবার কিছুটা পুনরুজ্জীবিত হয়েছে। বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে এখন রক ব্যান্ডের পারফরমেন্স দেখা যায়। ২০০৪ সালের আগস্ট মাসে পশ্চিম চীনের হো লান শানে 'চীনের রক অ্যান্ড রোল' নামক একটি বড় কনসার্ট অনুষ্ঠিত হয়।

বর্তমান চীনের সবচেয়ে প্রভাবশালী রক রেকর্ড কোম্পানি হলো 'হাও চিয়াও' কোম্পানি, অর্থ হলো চিত্কার।

চীনের রক অ্যান্ড রোল ঐতিহ্যের উল্টো মূল্যবোধের একটি মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে। সেটা প্রধান সংস্কৃতির ধারার বাইরে, প্রধান মতাদর্শের উল্টো ধারা, বাণিজ্যধারা ও সাংস্কৃতিক কর্তৃত্বের বিরোধিতা করে। যারা রক সঙ্গীত পছন্দ করে তারাও মূলধারার বাইরে। তারা এ সঙ্গীতের মাধ্যমে জীবন ও স্বপ্ন নিয়ে নিজস্ব চিন্তাধারা প্রকাশ করে।

সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন চীনের 'রক অ্যান্ড রোল সঙ্গীত' সম্পর্কিত কিছু কথা। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক