Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: ২০১৩ সালে চীনে ইন্টারনেটে সবচেয়ে হিট-শব্দ (২)
  2014-01-20 17:07:34  cri

সুপ্রিয় শ্রোতা, আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে ২০১৩ সালে চীনে ইন্টারনেটে সবচেয়ে হিট ১০টি শব্দের আরো ৩টি আপনাদেরকে জানাবো আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

৫.單(dān)獨(dú)二(èr)孩(hái) দম্পতির একজন মা-বাবার একমাত্র সন্তান হলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারে

'তান তু আর হাই' মানে স্বামী-স্ত্রীর মধ্যে যদি একজন তা মা-বাবার একমাত্র সন্তান হন, তাহলে তারা দ্বিতীয় সন্তান নিতে পারেন। গত বছরের ১৩ নভেম্বর চীনের পরিবার পরিকল্পনা নীতির মধ্যে এ নতুন বিধান যুক্ত করা হয়েছে। চীনে এমন ২ কোটি দম্পতি আছে যাদের মধ্যে একজন মা-বাবার একমাত্র সন্তান। এদের মধ্যে কত পরিবার দুটি সন্তান নিতে আগ্রহী? অনেকেই বলে দুটো বাচ্চা থাকলে পরিবার ও সমাজের জন্য ভাল হবে, কিন্তু বর্তমানে বাচ্চাদের প্রতিপালনে এতো খরচ করতে হয় যে, দ্বিতীয় সন্তান নেওয়া উচিত কিনা তা সত্যি অনেকের মাথাব্যাথার বিষয়।

৬.斯(sī)諾(nuò)登(dēng)এডওয়ার্ড সনোডেন

এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা। গত বছরের জুন মাসে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যুরোর অনেক গোপন নথি 'গার্ডিয়ান' ও 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকার কাছে ফাঁস করে দিয়ে গত বছরের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিদের একজনে পরিণত হন।

৭.比(bǐ)特(tè)幣(bì) বিটকোইন

বিটকয়েন এক ধরনের ইলেক্ট্রোনিক মুদ্রা। ২০০৮ সালে জাপানের একজন আইটি কর্মকর্তা এটা উদ্ভাবন করেন। গত বছর বিটকয়েনের দাম ইন্টারনেটে খুব দ্রুত বেড়েছে। এক বিটকয়েনের দাম ১৩ মার্কিন ডলার থেকে ১ হাজার ডলারে পৌঁছেছিল। এ পর্যন্ত কেবল জার্মান সরকার বিটকয়েনকে আইনগতভাবে গ্রহণ করেছে।

সুপ্রিয় শ্রোতা, ২০১৩ সালে চীনে ইন্টারনেটে জনপ্রিয় কয়েকটি শব্দের কথা জানালাম আপনাদেরকে। বাকিগুলো পরের ক্লাসে জানাবো। আজকের অনুষ্ঠান এ পর্যন্ত। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক