Web bengali.cri.cn   
পাঠ-১১০ ফুটবল খেলা (১)
  2014-06-18 18:09:00  cri

ক: বাংলায় শিখুন চীনা ভাষা। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম'শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি তৌহিদ শরৎ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা শিখে নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য ।

*****

ক: তৌহিদ, গত কয়েকটি ক্লাস ধরে আমরা কিভাবে অন্য মানুষের প্রশংসা করা সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখিয়েছি। আরো শিখিয়েছি, 'তোমার সৌভাগ্যের জন্য শুভকামনা', এর চীনা ভাষা। তৌহিদ, বাক্যটির চীনা ভাষা মনে আছে কি?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'জু নি হাও ইয়ুন'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'জু নি হাও ইয়ুন'। তৌহিদ এখন তো বিশ্বকাপ ফুটবল চলছে। আজ থেকে আমরা ফুটবল খেলা সংক্রান্ত কিছু কিছু চীনা শব্দ ও বাক্য শিখাবো, কেমন?

খ: তাহলে খুব ভাল হয়। আসুন, তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:你(nǐ)喜歡(xǐhuan)足球(zúqiú)嗎(ma)?

ক: নি শি হুয়ান জু ছিউ মা?

B:當然(dāngrán)了(le),我(wǒ)是(shì)球迷(qiúmí)。

খ: তাং রান ল্য, ওয়া শি ছিউ মি।

A:你(nǐ)最(zuì)喜歡(xǐhuan)哪個(nǎgè)球隊(qiúduì)?

ক: নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে?

B:我(wǒ)最(zuì)喜歡(xǐhuan)巴西隊(bāxīduì)。

খ: ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে।

**********

ক: তৌহিদ, আপনি কি ফুটবল পছন্দ করেন?

খ: হ্যাঁ, আমি তো ফুটবলের ফ্যান। বিশ্বকাপের প্রায় প্রতিটি খেলাই দেখার চেষ্টা করি। আপনি ?

ক: হুম, আমিও তাই। ফুটবল, চীনা ভাষায় বলা হয় 'জু ছিউ'। তুমি ফুটবল পছন্দ করো? চীনা ভাষায় বলা হয় 'নি শি হুয়ান জু ছিউ মা'। পছন্দ করা, চীনা ভাষায় বলা হয় 'শি হুয়ান'। 'মা' হল প্রশ্নবোধক শব্দ। তুমি ফুটবল পছন্দ করো? 'নি শি হুয়ান জু ছিউ মা'।

খ: আপনি যদি ফুটবল নিয়ে কথাবার্তা শুরু করতে চান তাহলে এভাবে শুরু করতে পারেন 'নি শি হুয়ান জু ছিউ মা'। ফুটবল, চীনা ভাষায় বলা হয় 'জু ছিউ'। পছন্দ করা, চীনা ভাষায় বলা হয় 'শি হুয়ান'। তুমি, চীনা ভাষায় বলা হয় 'নি'। তুমি কি ফুটবল পছন্দ করো? চীনা ভাষায় বলা হয় 'নি শি হুয়ান জু ছিউ মা'।

ক: হ্যাঁ, অবশ্যই, আমি ফুটবল ফ্যান, চীনা ভাষায় বলা হয় 'তাং রান ল্য, ওয়া শি ছিউ মি'। অবশ্যই, চীনা ভাষায় বলা হয় 'তাং রান ল্য'। ফুটবল ফ্যান, চীনা ভাষায় বলা হয় 'ছিউ মি'। আমি ফুটবল ফ্যান, 'ওয়া শি ছিউ মি'। 'তাং রান ল্য, ওয়া শি ছিউ মি'।

খ: অবশ্যই, আমি ফুটবল ফ্যান, চীনা ভাষায় বলা হয় 'তাং রান ল্য, ওয়া শি ছিউ মি'। এখানে 'তাং রান ল্য' মানে অবশ্যই। 'ছিউ মি' মানে ফুটবল ফ্যান। 'ওয়া শি ছিউ মি' মানে আমি ফুটবল ফ্যান। 'তাং রান ল্য, ওয়া শি ছিউ মি'।

ক: তুমি কোন দল সবচেয়ে পছন্দ করো? চীনা ভাষায় বলা হয় 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে'। 'ছিউ দুয়ে' মানে ফুটবল টিম। 'কোন ফুটবল টিম', চীনা ভাষায় বলা হয় 'না ক্য ছিউ দুয়ে'। সবচেয়ে পছন্দ, চীনা ভাষায় বলা হয় 'জুই শি হুয়ান'। তুমি কোন দল সবচেয়ে পছন্দ করো, চীনা ভাষায় বলা হয় 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে'।

খ: তুমি কোন দল সবচেয়ে পছন্দ করো, চীনা ভাষায় বলা হয় 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে'। ফুটবল টিম, চীনা ভাষায় বলা হয় 'ছিউ দুয়ে'। সবচেয়ে, চীনা ভাষায় বলা হয় 'জুই'। পছন্দ করা, 'শি হুয়ান'। 'নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে', তুমি কোন দল সবচেয়ে পছন্দ করো।

ক: আমি ব্রাজিল দল সবচেয়ে পছন্দ করি, চীনা ভাষায় বলা হয় 'ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে'। ব্রাজিল, চীনা ভাষায় বলা হয় 'বা সি'। ব্রাজিল দল, 'বা সি দুয়ে'। সবচেয়ে পছন্দ করা, 'জুই শি হুয়ান'। 'ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে', আমি ব্রাজিল দল সবচেয়ে পছন্দ করি।

খ: আচ্ছা, আমি ব্রাজিল দল সবচেয়ে পছন্দ করি, চীনা ভাষায় বলতে পারেন 'ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে'। দল, চীনা ভাষায় বলা হয় 'দুয়ে'। তার সামনে দেশের নাম যোগ দিলে সে দেশের ফুটলব টিম বোঝায়। যেমন, ব্রাজিল, চীনা ভাষায় বলা হয় 'বা সি', তাহলে ব্রাজিল দল, বলতে পারেন 'বা সি দুয়ে'। আমি ব্রাজিল দল সবচেয়ে পছন্দ করি, 'ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে'। আচ্ছা, স্বর্ণা, আমি আর্জেন্টিনা দল সবচেয়ে পছন্দ করি, তাহলে কি বলতে হবে ?

ক: আচ্ছা, আর্জেন্টিনা, চীনা ভাষায় বলা হয় 'আ গেন থিং'।, আমি আর্জেন্টিনা দল সবচেয়ে পছন্দ করি , বলতে পারেন 'ওয়া জুই শি হুয়ান আ গেন থিং দুয়ে'।

খ: আচ্ছা, আর্জেন্টিনা, চীনা ভাষায় বলা হয় 'আ গেন থিং'। আর্জেন্টিনা দল, 'আগেন থিং দুয়ে'। আমি আর্জেন্টিনা দল সবচেয়ে পছন্দ করি, 'ওয়া জুই শি হুয়ান আ গেন থিং দুয়ে'।

ক: আচ্ছা, তৌহিদ, এখনো আজকের নতুন শব্দগুলো আমরা আরেক বার চর্চা করি। কেমন?

খ: অবশ্যই।

ক: 'শি হুয়ান' মানে পছন্দ করা।

খ: 'শি হুয়ান'।

ক: 'জু ছিউ' মানে ফুটবল।

খ: 'জু ছিউ'।

ক: 'তাং রান' মানে অবশ্যই।

খ: 'তাং রান'।

ক: 'ছিউ মি' মানে ফুটবল ফ্যান।

খ: 'ছিউ মি'।

ক: 'জুই' মানে সবচেয়ে।

খ: 'জুই'।

ক: 'না ক্য' মানে কোনটা।

খ: 'না ক্য'।

ক: 'ছিউ দুয়ে' মানে ফুটবল টিম।

খ: 'ছিউ দুয়ে'।

ক: 'বা সি দুয়ে' মানে ব্রাজিল দল।

খ: 'বা সি দুয়ে'।

******প্রধান প্রধান বাক্য

A:你(nǐ)喜歡(xǐhuan)足球(zúqiú)嗎(ma)?

ক: নি শি হুয়ান জু ছিউ মা?

B:當然(dāngrán)了(le),我(wǒ)是(shì)球迷(qiúmí)。

খ: তাং রান ল্য, ওয়া শি ছিউ মি।

A:你(nǐ)最(zuì)喜歡(xǐhuan)哪個(nǎgè)球隊(qiúduì)?

ক: নি জুই শি হুয়ান না ক্য ছিউ দুয়ে?

B:我(wǒ)最(zuì)喜歡(xǐhuan)巴西隊(bāxīduì)。

খ: ওয়া জুই শি হুয়ান বা সি দুয়ে।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'তোমার সবচেয়ে পছন্দের দল কোনটি' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'তোমার সবচেয়ে পছন্দের দল কোনটি' - চীনা ভাষায় কিভাবে বলা হয়? জানা থাকলে আমাদের ইমেইলে উত্তর পাঠাতে পারেন। আমাদের দুটো ইমেইল ঠিকানা হল: yangweiming@cri.com.cn, আর ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পাবেন কিছু ছোট্ট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক