Web bengali.cri.cn   
পাঠ-১৩৭ চাকরির জন্য সাক্ষাত্কার (৫)
  2014-12-22 17:47:51  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা চাকরির আবেদন সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'খুব আশা করছি যে আপনার কম্পানিতে কাজ করার সুযোগ পাবো', এর চীনা অনুবাদ কী মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'ফেই ছাং শি ওয়াং নেং জাই কুই কুং সি কুং জুও'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'ফেই ছাং শি ওয়াং নেং জাই কুই কুং সি কুং জুও'। সাক্ষাতকার দেয়ার সময় বিভিন্ন প্রশ্নের জবাব দিতে হয়। আজকের ক্লাসে সাক্ষাতকারের প্রশ্ন ও উত্তর নিয়ে কিছু চীনা ভাষা শেখাবো,কেমন?

খ: নিশ্চয়ই। আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)覺得(juéde) 您(nín)為(wèi)什(shén)麼(me)適(shì)合(hé)這(zhè)份(fèn)工(gōng)作(zuò)?

ক: নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও?

B:我(wǒ)工作(gōngzuò)努力(nǔlì),而且(érqiě)學(xué)東西(dōngxī)特別(tèbié)快(kuài)。

খ: ওয়া কুং জুও নু লি, আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই।

A:您(nín)的(de)中(zhōng)文(wén)怎(zěn)麼(me)樣(yàng)?

ক: নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং?

B:我(wǒ)的(de)中(zhōng)文(wén)不(bù)太(tài)好(hǎo),但(dàn)是(shì)我(wǒ)會(huì)努(nǔ)力(lì)學(xué)的(de)。

খ: ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও, তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য।

**********

ক: আপনি কেন মনে করেন এ চাকরির জন্য আপনি উপযুক্ত? চীনা ভাষায় বলা হয় 'নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও'। মনে করা, চীনা ভাষায় বলা হয় 'চিউয়ে ত্য'। আপনি মনে করেন, চীনা ভাষায় বলা হয় 'নিন চিউয়ে ত্য'। উপযুক্ত, চীনা ভাষায় বলা হয় 'শি হ্য'। এ চাকরির জন্য উপযুক্ত, চীনা ভাষায় বলা হয় 'শি হ্য জ্য ফেন কুং জুও', 'জ্য ফেন কুং জুও' মানে এ চাকরি। আপনি কেন মনে করেন এ চাকরির জন্য আপনি উপযুক্ত? চীনা ভাষায় বলা হয় 'নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও'।

খ: আপনি কেন মনে করেন এ চাকরির জন্য আপনি উপযুক্ত? চীনা ভাষায় বলা হয় 'নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও'। 'নিন' মানে আপনি। 'চিউয়ে ত্য' মানে মনে করা। 'ওয়েই শেন ম্য' মানে, কেন। 'শি হ্য' মানে উপযুক্ত। 'জ্য ফেন' মানে এ। 'কুং জুও' মানে চাকরি। আপনি কেন মনে করেন এ চাকরির জন্য আপনি উপযুক্ত? চীনা ভাষায় বলা হয় 'নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও'।

ক: আমি খুব পরিশ্রমী, চীনা ভাষায় বলা হয় 'ওয়া কুং জুও নু লি'। পরিশ্রমী, চীনা ভাষায় বলা হয় 'নু লি'। 'কুং জুও' মানে কাজ করা। আমি খুব পরিশ্রমী, চীনা ভাষায় বলা হয় 'ওয়া কুং জুও নু লি'।

খ: আমি খুব পরিশ্রমী, চীনা ভাষায় বলা হয় 'ওয়া কুং জুও নু লি'। 'ওয়া' মানে আমি। 'কুং জুও' মানে কাজ করা। 'নু লি' মানে পরিশ্রমী। আমি খুব পরিশ্রমী, চীনা ভাষায় বলা হয় 'ওয়া কুং জুও নু লি'।

ক: এমনকি আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, চীনা ভাষায় বলা হয় 'আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই'। এমনকি, চীনা ভাষায় বলা হয় 'আর ছিয়ে'। শেখা, চীনা ভাষায় বলা হয় 'শুয়ে'। 'তুং শি' মানে জিনিস বা বিষয়। 'শুয়ে তুং শি' মানে কাজ করতে শেখা। তাড়াতাড়ি, চীনা ভাষায় বলা হয় 'খুয়াই'। খুব তাড়াতাড়ি, চীনা ভাষায় বলা হয় 'থ্য পিয়ে খুয়াই' বা 'হেন খুয়াই'। এমনকি আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, চীনা ভাষায় বলা হয় 'আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই'।

খ: এমনকি আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, চীনা ভাষায় বলা হয় 'আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই'। 'আর ছিয়ে' মানে এমনকি। 'শুয়ে তুং শি' মানে কাজ করতে শেখা। 'থ্য পিয়ে খুয়াই' মানে খুব তাড়াতাড়ি। এমনকি আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি, চীনা ভাষায় বলা হয় 'আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই'।

ক: আপনার চীনা ভাষা কেমন? চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং'। 'নিন ত্য' মানে আপনার। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'জেন ম্য ইয়াং' মানে কেমন। আপনার চীনা ভাষা কেমন? চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং'।

খ: আপনার চীনা ভাষা কেমন? চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং'। 'নিন ত্য' মানে আপনার। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'জেন ম্য ইয়াং' মানে কেমন। আপনার চীনা ভাষা কেমন? চীনা ভাষায় বলা হয় 'নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং'।

ক: আমার চীনা ভাষা খুব ভাল নয়, 'ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও'। খুব ভাল নয়, চীনা ভাষায় বলা হয় 'পু থাই হাও'। 'হাও' মানে ভাল, 'পু' মানে না, 'থাই' মানে খুব। আমার চীনা ভাষা খুব ভাল নয়, 'ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও'।

খ: আমার চীনা ভাষা খুব ভাল নয়, 'ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও'। 'ওয়া ত্য জুং ওয়েন' মানে আমার চীনা ভাষা। 'পু থাই হাও' মানে খুব ভাল নয়।

ক: কিন্তু আমি শিখতে চেষ্টা করবো, চীনা ভাষায় বলা হয় 'তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য'। কিন্তু, চীনা ভাষায় বলা হয় 'তান শি'। চেষ্টা করা, চীনা ভাষায় বলা হয় 'নু লি'। শিখতে চেষ্টা করা, চীনা ভাষায় বলা হয় 'নু লি শুয়ে'। 'হুই' মানে হবো বা করবো। কিন্তু আমি শিখতে চেষ্টা করবো, চীনা ভাষায় বলা হয় 'তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য'। 'নু লি' এ চীনা শব্দের দুই অর্থ আজকে আমরা শিখিয়েছি, একটি অর্থ হল পরিশ্রমী, আরেকটি অর্থ হল 'চেষ্টা করা'।

খ: কিন্তু আমি শিখতে চেষ্টা করবো, চীনা ভাষায় বলা হয় 'তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য'। 'তান শি' মানে কিন্তু। 'ওয়া হুই' মানে আমি করবো। 'নু লি' এখানে মানে চেষ্টা করা, একটু আগে আমরা শিখেছি 'ওয়া কুং জুও নু লি', এখানে 'নু লি' মানে পরিশ্রম। 'শুয়ে' মানে শেখা। কিন্তু আমি শিখতে চেষ্টা করবো, চীনা ভাষায় বলা হয় 'তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য'।

ক: আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'নিন চিউয়ে ত্য' মানে আপনি মনে করেন।

খ: 'নিন চিউয়ে ত্য'।

ক: 'ওয়েই শেন ম্য' মানে কেন।

খ: 'ওয়েই শেন ম্য'।

ক: 'শি হ্য' মানে উপযুক্ত।

খ: 'শি হ্য'।

ক: 'জ্য ফেন কুং জুও' মানে এ চাকরি।

খ: 'জ্য ফেন কুং জুও'।

ক: 'নু লি' মানে পরিশ্রম অথবা চেষ্টা করা।

খ: 'নু লি'।

ক: 'শুয়ে তুং শি' মানে কাজ করতে শেখা।

খ: 'শুয়ে তুং শি'।

ক: 'থ্য পিয়ে খুয়াই' মানে খুব তাড়াতাড়ি।

খ: 'থ্য পিয়ে খুয়াই'।

ক: 'জুং ওয়েন' মানে চীনা ভাষা।

খ: 'জুং ওয়েন'।

ক: 'জেন ম্য ইয়াং' মানে কেমন।

খ: 'জেন ম্য ইয়াং'।

ক: 'পু থাই হাও' মানে খুব ভাল নয়।

খ: 'পু থাই হাও'।

ক: 'হুই' মানে করবো।

খ: 'হুই'।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)覺得(juéde) 您(nín)為(wèi)什(shén)麼(me)適(shì)合(hé)這(zhè)份(fèn)工(gōng)作(zuò)?

ক: নিন চিউয়ে ত্য নিন ওয়েই শেন ম্য শি হ্য জ্য ফেন কুং জুও?

B:我(wǒ)工作(gōngzuò)努力(nǔlì),而且(érqiě)學(xué)東西(dōngxī)特別(tèbié)快(kuài)。

খ: ওয়া কুং জুও নু লি, আর ছিয়ে শুয়ে তুং শি থ্য পিয়ে খুয়াই।

A:您(nín)的(de)中(zhōng)文(wén)怎(zěn)麼(me)樣(yàng)?

ক: নিন ত্য জুং ওয়েন জেন ম্য ইয়াং?

B:我(wǒ)的(de)中(zhōng)文(wén)不(bù)太(tài)好(hǎo),但(dàn)是(shì)我(wǒ)會(huì)努(nǔ)力(lì)學(xué)的(de)。

খ: ওয়া ত্য জুং ওয়েন পু থাই হাও, তান শি ওয়া হুই নু লি শুয়ে ত্য।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'আমি খুব পরিশ্রমী, এমনকি খুব তাড়াতাড়ি শিখতে পারি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আমি খুব পরিশ্রমী, এমনকি খুব তাড়াতাড়ি শিখতে পারি' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তাদের দেয়া হবে শুভেচ্ছা উপহার। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক