Web bengali.cri.cn   
চীনা গান: 明(míng)日(rì)歌(gē) আগামীকালের জন্য গান
  2015-01-19 19:44:49  cri


প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'স্বর্ণার সাথে শিখুন' আসর। আজকের এ আসরে আপনাদের শোনাবো একটি সুন্দর চীনা গান, গানের নাম明(míng)日(rì)歌(gē) আগামীকালের জন্য গান ।

মিং রাজবংশের錢(qián)鶴(hè)灘(tān) ছিয়েন হ্য থান নামের এক কবি আগামী দিনকে উদ্দেশ্য করে কবিতাটি রচনা করেন। এ কবিতার মাধ্যমে কবি মানুষকে বোঝাতে চান সময়ের ওপর গুরুত্ব দেয়া উচিত। আজকের কাজ আগামী দিনের জন্য ফেলে না রেখে আজকে শেষ করা উচিত।

míng rì fù míng rì ,míng rì hé qí duō

明日復明日,明日何其多。

Tomorrow, again, another tomorrow

Tomorrows are such many

আগামীকালের পর আরো আগামীকাল, আগামীকাল অনেক আছে। মানুষ প্রায়ই বিভিন্ন অজুহাতে আজকের কাজ আগামীদিনের জন্য রেখে দেয়।.

wǒ shēng dài míng rì ,wàn shì chéng cuō tuó

我生待明日,萬事成蹉跎。

My life is waiting for tomorrow

All things become wasted times

আমার জীবন আগামীকালের জন্য অপেক্ষমান, সময়ের আঘাতে ক্ষয়ে যায় বর্তমান

যথাসময়ে কাজ না করা হলে কোনো কিছুই করা হয়ে ওঠে না। আমরা যদি সব সময় আগামীকালের ওপরে নির্ভর করি, আর এ মুহুর্তের সময় নষ্ট করি, তাহলে দিন শেষে কিছুই করতে পারবো না, জীবনের সবগুলো সময় দেখতে দেখতে চলে যায়।.

shì rén ruò bèi míng rì lèi ,chūn lái qiū qù lǎo jiāng zhì

世人若被明日累,春來秋去老將至。

People of the world are implicated by tomorrows

Spring went and autumn came, old age is going to be upon us

পৃথিবীর মানুষ সবাই আগামীকালের প্রত্যাশা করে। বসন্ত গেলে শরত আসে, এভাবে আসে বার্ধক্য। জীবনে কতগুলো আগামীকালে আছে? যদি সবাই নিজেকে শান্তনা দেই যে আজ শেষ না হলেও সমস্যা নেই, আগামীকাল করা যাবে। তাহলে সময়মতো কোনো কিছুই সম্পূর্ণ হবে না।

zhāo kàn shuǐ dōng liú ,mù kàn rì xī zhuì

朝看水東流,暮看日西墜。

Morning I saw water flowing to the east

During sunset, I saw the sun falling down to the west

সকালে দেখি, নদী বয়ে যায় পূর্ব দিকে। আর, সন্ধ্যায় দেখি সুর্যাস্ত। নদীর পানি তার গতিপথ ধরে বয়ে চলে অবিরাম। সূর্যও প্রতিদিন পশ্চিমে অস্ত যায়। আবার সূর্যদয় হয় পূর্ব দিকে, এটাই প্রকৃতির নিয়ম, কারণ, কেউ পারে না সময়কে থামাতে।

bǎi nián míng rì néng jǐ hé ,qǐng jun1 tīng wǒ míng rì gē

百年明日能幾何,請君聽我明日歌。

How can we do with a hundred years' tomorrow

I invite you to listen to my Song of Tomorrow

শত বছরের আগামীকাল দিয়ে কি হবে, কিভাবে হবে? আগামীকাল আমার গানটি শোনার জন্য আপনাদের আমন্ত্রণ। কবি বর্তমান সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আগামীকাল তার গান শুনতে বন্ধুদের আহ্বান জানিয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন, আগামীকাল কোনোদিন আসে না, সে সব সময় অধরা।

শ্রোতাবন্ধুরা, এটিই হল আজকের গান। সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময় নষ্ট করা হলে, সময়ই বড় নিষ্ঠুরভাবে তার প্রতিশোধ নেয়। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এ পর্যন্তই। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়ান।

(ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক