Web bengali.cri.cn   
পাঠ-১৪৩ এটা চীনা ভাষায় কি বলে? (১)
  2015-02-08 18:35:45  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং তৌহিদের সঙ্গে চীনা ভাষা শেখার জন্য প্রস্তুতি নিয়েছেন তো? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা শব্দ ও বাক্য শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আরও আছি আমি মোহাম্মদ তৌহিদ। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনি নিতে পারেন চীনা ভাষার প্রাথমিক জ্ঞান এবং ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটাসংক্রান্ত প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য।

*****

ক: তৌহিদ, গত ক্লাসে আমরা মোবাইল কেনা সংক্রান্ত কিছু চীনা শব্দ ও বাক্য শিখেছি। 'আপনি কাল রংয়ের নাকি সাদা রংয়ের চান', এর চীনা অনুবাদ কি মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই মনে আছে; সেটা হলো 'নিন ইয়াও হেই স্য হাই শি পাই স্য'।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন, 'নিন ইয়াও হেই স্য হাই শি পাই স্য'। আচ্ছা, যারা নতুন চীনা ভাষা শিখেছেন, তারা চীনা মানুষের সঙ্গে কথা বলার সময় কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় চীনা শব্দ ও বাক্য দরকার হয়ে পড়ে। এক্ষেত্রে কিভাবে জিজ্ঞেস করা যায়, তা নিয়ে আমাদের আজকের ক্লাস 'এটাকে চীনা ভাষায় কি বলা হয়।'

খ: হুম...স্বর্ণা, এ বিষয়টি আমার জন্যও খুবই প্রয়োজনীয়। বন্ধুরা, আসুন তাহলে শুরু করা যাক আজকের ক্লাস।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)的(de)中文(zhōngwén)很好(hěnhǎo)。

ক: নিন ত্য জুং ওয়েন হেন হাও।

B:哪(nǎlǐ)哪(nǎlǐ),我(wǒ) 的(de)中文(zhōngwén)不好(bùhǎo)。這個(zhège)中文(zhōngwén)怎麼(zěnme)説(shuō)?

খ: না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও । জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও?

A:這個(zhège)叫(jiào)電腦(diànnǎo)。

ক: জ্য ক্য চিয়াও তিয়েন নাও।

**********

ক: তৌহিদ, আপনার কি এমন অভিজ্ঞতা আছে? আপনি যদি দু'একটা চীনা বাক্য দিয়ে কোন চীনা মানুষের সঙ্গে কথাবার্তা শুরু করেন, তারা কিন্তু মনে করেবেন যে, আপনি অনেক ভাল চীনা ভাষা জানেন এবং তারপর আপনার সঙ্গে সব চীনা ভাষা বলতে শুরু করবেন।

খ: হ্যাঁ স্বর্ণা, আমার বেশ কয়েকবার এমন হয়েছে। কিন্তু আসলে তাদের পরবর্তী বেশিরভাগ কথাই আমি বুঝতে পারি না। এ অবস্থায় বাকি কথাগুলো কিভাবে বোঝাবো?

ক: আচ্ছা, আজকের ক্লাসে এটা নিয়েই আমরা কিছু পরামর্শ দিয়ে দেবো। যেমন, প্রথমে তারা আপনার দু'একটা চীনা বাক্য শুনে মুগ্ধ হয়ে হয়তো বলবে যে, আপনার চীনা ভাষা খুব ভাল, এর চীনা ভাষা হল 'নিন ত্য জুং ওয়েন হেন হাও'। এখানে চীনা ভাষা, আমরা বলি 'জুং ওয়েন'। আপনার চীনা ভাষা, 'নিন ত্য জুং ওয়েন'। ভাল, চীনা ভাষায় বলা হয় 'হাও'। খুব ভাল, 'হেন হাও'। আপনার চীনা ভাষা খুব ভাল, 'নিন ত্য জুং ওয়েন হেন হাও'।

খ: আচ্ছা, আপনার চীনা ভাষা খুব ভাল, 'নিন ত্য জুং ওয়েন হেন হাও'। 'নিন ত্য' মানে আপনার। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'হেন' মানে খুব। 'হাও' মানে ভাল। আপনার চীনা ভাষা খুব ভাল, 'নিন ত্য জুং ওয়েন হেন হাও'।

ক: উত্তরে আপনি বলতে পারেন, কই না তো, আমার চীনা ভাষা ভাল নয়, এর চীনা রূপ হলো, 'না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও'। 'না লি' মানে কোথায়, এখানে মানে কই না তো। আমার চীনা ভাষা, বলা হয় 'ওয়া ত্য জুং ওয়েন'। ভাল নয়, চীনা ভাষায় বলা হয় 'পু হাও'। কই না তো, আমার চীনা ভাষা ভালো নয়, এর চীনা ভাষা হল 'না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও'।

খ: আচ্ছা, চীনা বন্ধুদের প্রশংসা শুনে আপনি বলতে পারেন, কই না তো, আমার চীনা ভাষা ভালো নয়, এর চীনা ভাষা হলো 'না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও'। এখানে 'না লি' মানে কোথায়, 'না লি, না লি' মানে কই না তো। 'ওয়া ত্য' মানে আমার। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'পু' মানে না। 'হাও' মানে ভাল। 'পু হাও' মানে ভাল নয়। কই না তো, আমার চীনা ভাষা ভাল নয়, এর চীনা ভাষা হলো 'না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও'।

ক: তারপর, কোন জিনিসের নাম না জানলে আপনার চীনা বন্ধুকে জিজ্ঞাস করতে পারেন, 'জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও', অর্থাৎ এটাকে চীনা ভাষায় কি বলে। 'জ্য ক্য' মানে এটা। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'জেন ম্য' মানে কিভাবে। 'শুও' মানে বলা। 'জেন ম্য শুও' মানে কিভাবে বলা হয়। এটাকে চীনা ভাষায় কি বলে, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও'।

খ: এটাকে চীনা ভাষায় কি বলে, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও'। 'জ্য ক্য' মানে এটা। 'জ্য' মানে এ, আর 'না' মানে ও। ওটা, চীনা ভাষায় বলা হয় 'না ক্য'। 'জুং ওয়েন' মানে চীনা ভাষা। 'জেন ম্য' মানে কিভাবে। 'শুও' মানে বলা। এটা চীনা ভাষায় কি বলে, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও'।

ক: এটাকে কম্পিউটার বলা হয়, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য চিয়াও তিয়েন নাও'। এটা ওমুক বলা হয়, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য চিয়াও'। 'জ্য ক্য' মানে এটা। 'চিয়াও' মানে ডাকা, এখানে মানে বলা হয়। কম্পিউটার, চীনা ভাষায় বলা হয় 'তিয়েন নাও'। 'তিয়েন' মানে বিদ্যুত, 'নাও' মানে মাথা। মনে রাখবেন 'বৈদ্যুতিক মাথা' মানে কম্পিউটার, চীনা ভাষায় 'তিয়েন নাও' বলা হয়। এটাকে কম্পিউটার বলা হয়, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য চিয়াও তিয়েন নাও'।

খ: বাহ ! চীনা ভাষা তো খুব মজা, কম্পিউটারকে 'বৈদ্যুতিক মাথা' বলা হয়, তা হলো 'তিয়েন নাও'। এটাকে কম্পিউটার বলা হয়, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য চিয়াও তিয়েন নাও'। 'জ্য ক্য' মানে এটা। ওটাকে বলা হয় 'না ক্য'। 'চিয়াও' মানে ডাকা, বা বলা হয়। 'তিয়েন নাও' মানে কম্পিউটার। এটাকে কম্পিউটার বলা হয়, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য চিয়াও তিয়েন নাও'।

ক: তৌহিদ, আজকের শব্দগুলোর উচ্চারণ নিয়ে আমরা আরেক বার চর্চা করি।

খ: অবশ্যই।

ক: 'নিন ত্য' মানে আপনার।

খ: 'নিন ত্য'।

ক: 'জুং ওয়েন' মানে চীনা ভাষা।

খ: 'জুং ওয়েন'।

ক: 'হেন হাও' মানে খুব ভাল।

খ: 'হেন হাও'।

ক: 'না লি, না লি' মানে কই, না তো।

খ: 'না লি, না লি'।

ক: 'ওয়া ত্য' মানে আমার।

খ: 'ওয়া ত্য'।

ক: 'পু হাও' মানে ভাল নয়।

খ: 'পু হাও'।

ক: 'জ্য ক্য' মানে এটা।

খ: 'জ্য ক্য'।

ক: 'জেন ম্য শুও' মানে কিভাবে বলা হয়।

খ: 'জেন ম্য শুও'।

ক: 'চিয়াও' মানে ডাকা বা বলা হয়।

খ: 'চিয়াও' ।

ক: 'তিয়েন নাও' মানে কম্পিউটার।

খ: 'তিয়েন নাও'।

******প্রধান প্রধান বাক্য

A:您(nín)的(de)中文(zhōngwén)很好(hěnhǎo)。

ক: নিন ত্য জুং ওয়েন হেন হাও।

B:哪(nǎlǐ)哪(nǎlǐ),我(wǒ) 的(de)中文(zhōngwén)不好(bùhǎo)。這個(zhège)中文(zhōngwén)怎麼(zěnme)説(shuō)?

খ: না লি, না লি, ওয়া ত্য জুং ওয়েন পু হাও । জ্য ক্য জুং ওয়েন জেন ম্য শুও?

A:這個(zhège)叫(jiào)電腦(diànnǎo)。

ক: জ্য ক্য চিয়াও তিয়েন নাও।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, এখানে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো: 'এটাকে চীনা ভাষায় কিভাবে বলা হয়' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'এটা চীনা ভাষায় কিভাবে বলা হয়' বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়? উত্তর পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: yangweiming@cri.com.cn, ben@cri.com.cn

ক: আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী সোমবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক