Web bengali.cri.cn   
চীনা গান: 十(shí)全(quán)十(shí)美(měi) তুমি থাকলে আমার জীবন সম্পূর্ণ
  2015-09-14 16:23:30  cri

সবারই এমন একজন সঙ্গী খোঁজার আকাঙ্ক্ষা রয়েছে, যে সব দিক থেকে নিখুঁত এবং যাকে পেলে নিজের জীবন পরিপূর্ণ মনে হয়। আজকের এ আসরে আপনাদের শোনাবো লুও ওয়েন ইয়ু-এর গাওয়া একটি সুন্দর চীনা গান, গানের নাম十(shí)全(quán)十(shí)美(měi) তুমি থাকলে আমার জীবন সম্পূর্ণ হয়।

天(tiān)這(zhè)麼(me)黑(hēi)

বাইরে অনেক আঁধার

風(fēng)這(zhè)麼(me)大(dà)

হু হু করে বইছে বাতাস

讓(ràng)我(wǒ)送(sòng)你(nǐ)回(huí)家(jiā)

আমাকে তোমায় বাসায় পৌঁছে দিতে দাও

你(nǐ)不(bú)會(huì)知(zhī)道(dào)我(wǒ)愛(ài)你(nǐ)有(yǒu)多(duō)快(kuài)樂(lè)

তুমি জানো না, তোমাকে ভালবাসতে পেরে আমি কত আনন্দিত !

或(huò)許(xǔ)我(wǒ)不是(búshì)完美(wánměi)的(de)

হয়তো আমি তোমার জন্য উপযুক্ত নই,

這(zhè)是(shì)我(wǒ)第一次(dìyīcì)有了(yǒule)結婚(jiéhūn)的(de)念頭(niàntou)

কিন্তু তোমায় দেখে জীবনে প্রথম বারের মতো বিয়ের ইচ্ছে হয়েছে।

我(wǒ)雖然(suīrán)走過(zǒuguò)千山萬水(qiānshānwànshuǐ)

অনেক জায়গায় ঘুরেছি আমি

你(nǐ)在(zài)身邊(shēnbiān)才(cái)對味(duìwèi)

তুমি পাশে থাকলেই তা মনে হয় আনন্দের।

從(cóng)(lǐ)到(dào)外(wài)都(dōu)覺得(juéde)你好(nǐhǎo)美(měi)

তোমার ভেতর বাহির সবই অনিন্দ্য সুন্দর মনে হয়।

陪(péi)你(nǐ)哭(kū)逗(dòu)你(nǐ)笑(xiào)全都(quándōu)奉陪(fèngpéi)

তোমার সঙ্গে কান্না, হাসি.... যা ইচ্ছা হয়, সবসময় আমি সঙ্গে আছি।

想(xiǎng)你(nǐ)想(xiǎng)你(nǐ)我(wǒ)的(de)小寶貝(xiǎobǎobèi)

প্রতি মুহূর্তে ভাবি তোমায় আমার ছোট বেবি।

給(gěi)你(nǐ)一(yī)朵(duǒ)紅(hóng)玫瑰(méiguī)

একটি লাল গোলাপ তোমার বালিশের পাশে রাখবো

放(fàng)在(zài)枕(zhěn)邊(biān)陪(péi)你(nǐ)入(rù)睡(shuì)

সেটি তোমার সঙ্গে সুন্দর স্বপ্নের দেশে যাবে।

有(yǒu)了(le)你(nǐ)心(xīn)滿(mǎn)意(yì)足(zú)

তোমাকে পেয়ে আমার মন ভরে গিয়েছে।

我(wǒ)這(zhè)一(yì)生(shēng)十(shí)全(quán)十(shí)美(měi)

তোমাকে পেয়ে আমার জীবন সম্পূর্ণ হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক