Web bengali.cri.cn   
চীনা গান: 面(miàn)朝(cháo)大海(dàhǎi) সমুদ্রমুখী ঘর
  2015-10-11 19:35:20  cri

প্রিয় শ্রোতা, এখন শুরু হচ্ছে 'স্বর্ণার সাথে শিখুন' আসর। হাই জি, চীনের একজন খুব বিখ্যাত কবি। প্রভাবান কবি হাই জি ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন। কিন্তু তার অনেক কবিতা এখনও মানুষের মুখে মুখে চলে। আজকের এ আসরে আপনাদের শোনাবো হাই জি'এর লেখা একটি কবিতা থেকে তৈরি একটি গান। গানের নাম 'মিয়ান ছাও তা হাই', অর্থাত সমুদ্রমুখী ঘর ।

從(cóng)明天起(míngtiānqǐ)從(cóng)明天起(míngtiānqǐ)做(zuò)一(yī)個(gè)幸福(xìngfú)的(de)人(rén)

কাল থেকে, কাল থেকে একজন সুখী মানুষ হবো,

喂(wèi)馬(mǎ)劈柴(pǐchái)週游(zhōuyóu)世界(shìjiè)

ঘোড়াকে খাবার দেবো, রান্নার আগুন জ্বালানোর জন্য কাঠ সংগ্রহ করবো এবং পৃথিবী ঘুরবো।

從(cóng)明天起(míngtiānqǐ)從(cóng)明天起(míngtiānqǐ)去(qù)關心(guānxīn)糧食(liángshi)和(hé)蔬菜(shūcài)

কাল থেকে, কাল থেকে খাবার ও শাকসবজির ওপর নজর রাখবো।

我(wǒ)有(yǒu)一(yī)所(suǒ)房子(fángzi)面(miàn)朝(cháo)大海(dàhǎi)春暖花開(chūnnuǎnhuākāi)

আমার একটি বাসা আছে, সমুদ্রমুখী, বসন্তকালের ফুলের মধ্যে।

給(gěi)每(měi)一(yī)條(tiáo)河(hé)每(měi)一(yī)座(zuò)山(shān) 取(qǔ)一(yī)個(gè)溫暖(wēnnuǎn)的(de)名字(míngzì)

প্রতিটি নদী, প্রতিটি পাহাড়ের জন্য, একটি সুন্দর নাম রেখেছি।

陌生人(mòshēngrén)我(wǒ)也(yě)為(wéi)你(nǐ)祝福(zhùfú)

অচেনা মানুষ, তোমার জন্যও আমার আশির্বাদ রইল,

願(yuàn)你(nǐ)有(yǒu)燦爛(cànlàn)青春(qīngchūn)

আশা করি তোমার জীবন-যৌবন উজ্জ্বল হবে।

給(gěi)每(měi)一(yī)條(tiáo)河(hé)每(měi)一(yī)座(zuò)山(shān) 取(qǔ)一(yī)個(gè)溫暖(wēnnuǎn)的(de)名字(míngzì)

প্রতিটি নদী, প্রতিটি পাহাড়ের জন্য একটি উষ্ম নাম রাখি।

陌生人(mòshēngrén)我(wǒ)也(yě)為(wéi)你(nǐ)祝福(zhùfú)

অজানা মানুষ, তোমার জন্য আমার আশির্বাদও রইলো।

願(yuàn)你(nǐ)有情人(yǒuqíngrén)終(zhōng)成(chéng)倦(juàn)屬(shǔ)

আশা করি তুমি তোমার ভালবাসার মানুষের সঙ্গে জীবন কাটাতে পারবে।

從(cóng)明天起(míngtiānqǐ)從(cóng)明天起(míngtiānqǐ)和(hé)每個(měigè)親友(qīnyǒu)通話(tōnghuà)

কাল থেকে, কাল থেকে, আমি পরিবারের প্রত্যেক সদস্যকে ফোন করবো।

告訴(gàosù)他們(tāmen)我(wǒ)的(de)幸福(xìngfú)把(bǎ)幸福(xìngfú)告訴(gàosù)他們(tāmen)

তাদের জানিয়ে দেবো আমার আনন্দ ও সুখ

那(nà)幸(xìng)福(fú)的(de)閃(shǎn)電(diàn)告(gào)訴(sù)我(wǒ)的(de)

ঐ সুখী বজ্রবিদ্যুত আমাকে যেভাবে বলেছে,

我(wǒ)將(jiāng)告(gào)訴(sù)別(bié)人(rén)

আমি সেভাবেই সবাইকে জানিয়ে দেবো।

我(wǒ)有(yǒu)一(yī)所(suǒ)房(fáng)子(zi)面(miàn)朝(cháo)大(dà)海(hǎi)春(chūn)暖(nuǎn)花(huā)開(kāi)

আমার একটি ঘর আছে, সমুদ্রমুখী, বসন্তকালের প্রস্ফুটিত ফুলের মধ্যে।

শ্রোতাবন্ধুরা, শুনছিলেন গানটি। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এ পর্যন্তই। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন।

(ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক