Web bengali.cri.cn   
চীনা গান: 原(yuán)木(mù)吉(jí)他(tā) কাঠের গিটার
  2015-10-26 18:47:01  cri

ভিন্ন মানুষ ভিন্ন সুর পছন্দ করে। আমার কাছে কাঠের গিটারের সুর সবচেয়ে সুন্দর মনে হয়। এবং লৌ ওয়েন ইয়ু-এর গান 'ইউয়ান মু চি থা' আমার এ অনুভূতি খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে। তাই আজকের আসরে তার গাওয়া 'ইউয়ান মু চি থা' অর্থাত 'কাঠের গিটার' গানটি শোনাবো।

走(zǒu)在(zài)人來人往(rénláirénwǎng)的(de)鋼筋水泥(gāngjīnshuǐní)(qiáng)

মানুষের ভিড়ে শহরের ইট ও লোহার মধ্যে হাঁটছি,

背著(bēizhe)吉他(jítā)吹口哨(chuīkǒushào)下(xià)線(xiàn)荒(huāng)

পিঠে একটি কাঠের গিটার, মুখে দিচ্ছি শিস

在(zài)城市(chéngshì)幻想(huànxiǎng)吉卜賽(jíbǔsài)的(de)流浪(liúlàng)

শহরের মাঝে পৃথিবীতে ভ্রমণকারী এক জিপসি বলে মনে হয়।

想象(xiǎngxiàng)賜(cì)給(gěi)我(wǒ)一雙(yìshuāng)大大的(dàdàde)翅膀(chìbǎng)

কল্পনা আমাকে একটি বড় পাখা দিয়েছে,

天空(tiānkōng)的(de)雲(yún)有(yǒu)米老鼠(mǐlǎoshǔ)的(de)形狀(xíngzhuàng)

আকাশের মেঘ যেন মিকি মাউসের মত,

沙發(shāfā)是(shì)頭等艙(tóuděngcāng)

আমার বাসার ছোট সোফা যেন বিমানের ফার্স্ট ক্লাসের মতো আরামদায়ক।

用(yòng)音樂(yīnyuè)帶(dài)我(wǒ)去(qù)翱翔(áoxiáng)

সঙ্গীত আমাকে ওড়ার শক্তি দেয়।

彈(dàn)著(zhe)原木(yuánmù)吉他(jítā)唱歌(chànggē)有(yǒu)單純(dānchún)的(de)快樂(kuàilè)

কাঠের গিটার বাজিয়ে গান গাইলে সহজ-সরল আনন্দ পাই।

飛過(fēiguò)黃金(huángjīn)麥田(màitián)繞(rào)過(guò)蜿蜒(wānyán)的(de)小河(xiǎohé)

আমি যেন সোনার ক্ষেত ও সুন্দর নদীর ওপর দিয়ে উড়তে পারি।

一段(yíduàn)旋律(xuánlǜ)一(yī)個(gè)節奏(jiézòu)

একেক সুর একেক লয়,

做(zuò)個(gè)白日夢(báirìmèng)哦(ò)也(yě)還(hái)不錯(búcuò)

তার সঙ্গে একটি দিবাস্বপ্ন দেখাও মজার।

彈(dàn)著(zhe)原木(yuánmù)吉他(jítā)聽(tīng)著(zhe)最(zuì)自然(zìrán)的(de)音色(yīnsè)

কাঠের গিটার বাজিয়ে প্রকৃতির আওয়াজ শুনি,

感覺(gǎnjué)像(xiàng)草原(cǎoyuán)輕輕(qīngqīng)吹(chuī)過(guò)臉頰(liǎnjiá)的(de)風(fēng)

যেন বনের মৃদু বাতাস মুখ দিয়ে বের হয়।

煩惱(fánnǎo)憂愁(yōuchóu)當作(dàngzuò)是(shì)耳邊風(ěrbiānfēng)

আর সব চিন্তা-কষ্ট, সব ভুলে যাই।

小小的(xiǎoxiǎode)感動(gǎndòng)哦(ò)在(zài)心(xīnli)慢慢(mànmàn)降落(jiàngluò)

সামান্য মুগ্ধতা ধীরে ধীরে ছড়িয়ে মন জুড়ে।

শ্রোতাবন্ধুরা, শুনছিলেন গানটি। আজকের কনফুসিয়াস ক্লাসরুম এ পর্যন্তই। আপনারা ভাল থাকুন, সুস্থ থাকুন।

(ইয়াং ওয়েই মিং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক