Web bengali.cri.cn   
চীনা গান: 遇(yù)見(jiàn) দেখা পাওয়া
  2015-11-23 17:11:19  cri

জীবনে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হই। এর মধ্যে কেউ থাকে প্রত্যাশিত, কেউ বা অপ্রত্যাশিত। জীবনে সামনে এগিয়ে যাওয়ার পথে কেউ অল্প সময়ের আবার কেউ দীর্ঘকালের সঙ্গী হয়। এসব ভাবতে ভাবতেই শুনুন আজকের সুন্দর চীনা গান 'ইয়ু চিয়েন', দেখা পাওয়া।

聽見(tīngjiàn) 冬天(dōngtiān) 的(de)離開(líkāi)

শুনেছি শীতকাল শেষ হয়েছে,

我(wǒ)在(zài)某年某月(mǒuniánmǒuyuè)醒過來(xǐngguòlái)

তাই কোনো এক সময় আমি জেগে উঠেছি।

我(wǒ)想(xiǎng) 我等(wǒděng) 我(wǒ)期待(qīdài)

ভাবছি, অপেক্ষা করছি, প্রত্যাশা করছি,

未來(wèilái)卻(què)不能(bùnéng)因此(yīncǐ)安排(ānpái)

কিন্তু, ভবিষ্যত কল্পনার মতো হবে না।

陰天(yīntiān) 傍晚(bàngwǎn) 車窗(chēchuāng)外(wài)

মেঘলা দিন সন্ধায় গাড়ি'র জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি,

未來(wèilái)有(yǒu)一個人(yígèrén)在(zài)等待(děngdài)

ভবিষ্যতে অবশ্যই একজন আমার জন্য অপেক্ষা করছে।

向左(xiàngzuǒ) 向右(xiàngyòu) 向前看(xiàngqiánkàn)

বামে তাকাই, ডানে তাকাই, সামনে তাকাই,

愛(ài)要(yào)拐(guǎi)幾(jǐ)個(gè)彎(wān)才(cái)來(lái)

আমার প্রেম কতগুলো চৌরাস্তা পার হতে পারে?

我(wǒ)遇見(yùjiàn)誰(shuí)會(huì)有(yǒu)怎樣(zěnyàng)的(de)對白(duìbái)

কার সঙ্গে দেখা হবে ! কি রকম কথা হবে ?

我等(wǒděng)的(de)人(rén)他(tā)在(zài)多(duō)遠(yuǎn)的(de)未來(wèilái)

যার জন্য অপেক্ষা করছি সে আর কতদূর !

我(wǒ)聽見(tīngjiàn)風(fēng)來自(láizì)地鐵(dìtiě)和(hé)人海(rénhǎi)

শুনতে পাচ্ছি, সাবওয়ে ও মানুষের ভীড়ের ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে,

我(wǒ)排(pái)著(zhù)隊(duì)拿(ná)著(zhù)愛(ài)的(de)號(hào)碼(mǎ)牌(pái)

আমি ভালবাসার টিকেট হাতে সিরিয়ালে দাঁড়িয়ে আছি।

我(wǒ)往前(wǎngqián)飛(fēi)飛過(fēiguò)一(yī)片時(piànshí)間(jiān)海(hǎi)

আমি সামনে ওড়ার চেষ্টা করছি, সময়ের সমুদ্র পার হয়ে।

我們(wǒmen)也曾(yěcéng)在(zài)愛情(àiqíng)(lǐ)受(shòu)傷害(shānghài)

ভালবাসায় আঘাতপ্রাপ্ত হয়ে।

我(wǒ)看(kàn)著(zhe)路(lù)夢(mèng)的(de)入口(rùkǒu)有點(yǒudiǎn)窄(zhǎi)

স্বপ্নের দরজা এখনও বেশ শক্ত করে আঁটা,

我(wǒ)遇見(yùjiàn)你(nǐ)是(shì)最(zuì)美麗(měilì)的(de)意(yì)外(wài)

কিন্তু, তোমার দেখা পাওয়া জীবনের সবচেয়ে সুন্দর অপ্রত্যাশিত ঘটনা হবে।

總(zǒng)有(yǒu)一(yì)天(tiān)我(wǒ)的(de)謎(mí)底(dǐ)會(huì)揭(jiē)開(kāi)

একদিন আমার প্রশ্নের জবাব পাবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক