Web bengali.cri.cn   
লানচৌ নতুন অঞ্চল: চীনের পশ্চিমাঞ্চলের উন্নয়নের নতুন চালিকাশক্তি
  2014-05-19 15:49:48  cri


পশ্চিম চীনে অবস্থিত 'লানচৌ নতুন অঞ্চল' হচ্ছে চীনে এ ধরনের পঞ্চম জাতীয় পর্যায়ের নতুন অঞ্চল। অঞ্চলটির মোট আয়তন ১৭০০ বর্গকিলোমিটার। এটি কেন্দ্রীয় সমতল ভূমি থেকে হোশি করিডোর পার হয়ে মধ্য-এশিয়ায় যাওয়ার গুরুত্বপূর্ণ স্থান। পরিকল্পনা অনুসারে, নির্মিয়মান 'লানচৌ নতুন অঞ্চল' পশ্চিম চীনের মহা-উন্নয়নের পথে চারটি কৌশলগত লক্ষ্য অর্জন করবে। এগুলো হচ্ছে: উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়ন; জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে ওঠা; পশ্চিমমুখী গুরুত্বপূর্ণ কৌশলগত প্লাটফর্ম প্রতিষ্ঠা করা; এবং শিল্প স্থানান্তরের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করা।

২০১২ সালের আগষ্টে রাষ্ট্রীয় পরিষদ আনুষ্ঠানিকভাবে 'লানচৌ নতুন অঞ্চল' প্রতিষ্ঠার বিষয়টি অনুমোদন দেয়।

'লানচৌ নতুন অঞ্চল' মোট ২৩৭টি প্রকল্প আকর্ষণ করেছে, যেগুলোতে বিনিয়োগের মোট পরিমাণ ২৬,০০০ কোটি ইউয়ান। অঞ্চলটিতে যারা বিনিয়োগ করছে সেসব শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে ২৮টি হচ্ছে বিশ্বের সেরা ৫০০টি প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। চীনের রেলপথ নির্মাণ শিল্পগোষ্ঠী হচ্ছে এগুলোর মধ্যে একটি।

বিশ্বের সেরা ৫০০টি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে চীনের রেলপথ নির্মাণ শিল্পগোষ্ঠীর স্থান ১০২তম। এ গোষ্ঠীর সদরদপ্তর চীনের মধ্যাঞ্চলের হুপেই প্রদেশে অবস্থিত। এটি ভূগর্ভস্থ প্রকল্পের সরঞ্জাম, নকশা ও নির্মাণসম্পর্কিত একটি পেশাদার শিল্পপ্রতিষ্ঠান। ২০১১ সালের জুনে প্রতিষ্ঠানটি লানচৌ নতুন অঞ্চলে প্রবেশ করে এবং এখানে একটি উন্নত মানের সরঞ্জাম নির্মাণ কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনা করে।

এ শিল্পগোষ্ঠীর প্রকল্প বিভাগের প্রধান শিয়ে ওয়েই কুও বলেন, "উচ্চমানের সরঞ্জাম নির্মাণ খাতে আমরা চীনে প্রথম স্থানে আছি। আমাদের হাতে বিশ্বমানের এবং স্বতন্ত্র ধারার প্রযুক্তি আছে। আমরা ধারাবাহিকভাবে নতুন পণ্য, নতুন শিল্প ও নতুন পদ্ধতি আবিষ্কার করে চলেছি।"

শিল্পগোষ্ঠির উপ-প্রধান ব্যবস্থাপক চৌ হাই সিয়াং বলেন, "আমরা দেশের নীতি এবং নতুন অঞ্চলের নিয়মকানুন ও সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে অবশ্যই আরো সাফল্য পাবো।"

আসলে উন্নতমানের নির্মাণশিল্প গড়ে তোলা হচ্ছে লানচৌ নতুন অঞ্চলের শিল্প-উন্নয়নের এক গুরুত্বপূর্ণ দিক। লানচৌতে আগে থেকেই ভালো শিল্পভিত্তি ছিল। এখন নতুন শিল্প্রতিষ্ঠানগুলো নতুন অঞ্চলে প্রবেশের পর প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়েছে, যাতে সকল পক্ষই লাভবান হবে।

কানসু প্রদেশের গভর্ণর লিউ ওয়েই পিং বলেন,  "লানচৌ নতুন অঞ্চল প্রধানত সরঞ্জাম নির্মাণশিল্প উন্নয়ন করবে। যেমন, গাড়ির সরঞ্জাম, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, নতুন জ্বালানি, জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব সরঞ্জাম নির্মাণ করা হবে এ নতুন অঞ্চলে। এ সব নির্মাণশিল্প পরিবেশের তেমন ক্ষতি করবে না, যা আমাদের চাহিদার সাথেও সংগতিপূর্ণ।"

কিছু প্রাকৃতিক, ঐতিহাসিক আর সামাজিক কারণে দীর্ঘকাল ধরে চীনের পশ্চিমাঞ্চলের অর্থনীতি অপেক্ষাকৃত অনুন্নত ছিল। মাথাপিছু জিডিপি ছিল চীনের গড় জিডিপির মাত্র তিন ভাগের দুই ভাগ। এ পরিস্থিতিতে পশ্চিমাঞ্চলের উন্নয়ন হচ্ছে পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা এবং চীনের আধুনিকীকরণের পথে একটি গুরত্বপূর্ণ পদক্ষেপ।

সাম্প্রতিক বছরগুলোতে পূর্ব উপকূলীয় অঞ্চলে শ্রমের মূল্য বেড়েছে, বেড়েছে জমির মূল্যও। ফলে, কিছু কিছু শিল্প ধাপে ধাপে পশ্চিমাঞ্চলে স্থানান্তর করা হচ্ছে। এটা পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। গভর্ণর লিউ ওয়েই পিং বলেন, "আমরা নতুন অঞ্চলের মাধ্যমে মধ্য ও পূর্বাঞ্চল থেকে স্থানান্তর করা শিল্পগুলো গ্রহণ করছি। অতীতে লানচৌ শহরের ভৌগোলিক অবস্থার সীমাবদ্ধতার কারণে এখানে নতুন শিল্প গড়ে ওঠার পথ মসৃণ ছিল না। এখন লানচৌ নতুন অঞ্চল প্রতিষ্ঠার পর, মধ্য-পূর্বাঞ্চলের সমৃদ্ধ সম্পদ আর কানসু প্রদেশের ভৌগোলিক প্রাধান্য ও নীতিগত সুযোগসুবিধা কাজে লাগিয়ে আমাদের দ্রুত উন্নয়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।"

যদিও পশ্চিমাঞ্চল চীনের দূরবর্তী অঞ্চল, তবে মধ্য-পূর্বাঞ্চলের তুলনায় এখানকার প্রাকৃতিক সম্পদ বেশি। যেমন, বিদ্যুত্, প্রাকৃতিক সম্পদ আর শ্রমশক্তিসহ নানা ক্ষেত্রে অঞ্চলটি এগিয়ে আছে এবং এখানকার বাজারের সুপ্ত শক্তিও আছে। লিউ ওয়েই পিং বলেন, "চীন সরকার লানচৌ নতুন অঞ্চলকে শিল্প স্থানান্তরের একটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের কিছু শিল্পপ্রতিষ্ঠানের উত্পাদন-ব্যয় বৃদ্ধি ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষমতা হ্রাস পাওয়ায়, সেগুলোকে লানচৌ নতুন অঞ্চলে স্থানান্তর করা হবে। কারণ, এখানকার জমি, বিদ্যুত্ ও শ্রমশক্তি খাতে ব্যয় তুলনামূলকভাবে কম। ফলে এখানে উত্পাদিত পণ্যের বাজার প্রতিযোগিতার শক্তি বেশি।"

তবে 'লানচৌ নতুন অঞ্চল'-এর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়ায় পরিবেশ নষ্ট করা যাবে না। এ ব্যাপারে লিউ ওয়েই পিং বলেন, "আমরা মধ্য ও পূর্বাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো এখানে স্থানান্তর করার পর তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করবো। এগুলো হচ্ছে: শিল্পের নীতি, বিনিয়োগের পরিমাণ এবং পরিবেশ সুরক্ষা।"

পরিকল্পনা অনুযায়ী, ভালো প্রাকৃতিক পরিবেশ হচ্ছে লানচৌ নতুন অঞ্চলের টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ দিক। লানচৌ নতুন অঞ্চলের দায়িত্বশীল কর্মকর্তা ইয়াং চি উ বলেন, "নতুন অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা শিল্প উন্নয়ন এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষাকে সমান গুরুত্ব দিয়েছি। আমরা সার্বিকভাবে প্রাকৃতিক গ্যাস ও সৌরশক্তিসহ নানা ধরনের নতুন জ্বালানি ব্যবহার করছি। উচ্চ দুষণযুক্ত ও বেশি জ্বালানি ব্যয়সমৃদ্ধ প্রকল্প যাতে নতুন অঞ্চলে প্রবেশ করতে না-পারে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। যে প্রকল্পগুলো নতুন অঞ্চলে প্রবেশ করে, সে সব প্রকল্প পরিবেশ দূষণ করতে পারবে না। আমরা প্রথমে পরিবেশ দূষণ করে তারপর পরিবেশ রক্ষার প্রচেষ্টার পুরনো পথে হাঁটবো না।"

উচ্চ প্রযুক্তির শিল্পপ্রতিষ্ঠান হিসেবে দাচেং প্রযুক্তি লিমিডেট কোম্পানি সবসময় স্বতন্ত্র প্রযুক্তি আবিষ্কার করে থাকে। এ কোম্পানির ঊর্ধ্বতন প্রকৌশলী ওয়াং ইয়ু ফাং বলেন, "কোম্পানি প্রতিষ্ঠার পর আমরা মোট ৩৬টি জাতীয় পেটেন্ট পেয়েছি। এর মধ্যে আবিষ্কারভিত্তিক পেটেন্ট ১৯টি, ব্যবহারিক নতুন পেটেন্ট ১৭টি, জাতীয় প্রযুক্তির দ্বিতীয় শ্রেণীর পুরস্কার বিজয়ী দুটি আর প্রাদেশিক পর্যায়ের পুরস্কার বিজয়ী দশ বারোটি।"

জানা গেছে, দাচেং প্রযুক্তি কোম্পানির উত্পাদন শুরু হওয়ার পর বার্ষিক বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ইউয়ান এবং কোম্পানিটি বার্ষিক কর দিয়েছে ৫ কোটি ৫০ লাখ ইউয়ান।

লানচৌ নতুন অঞ্চলে চীনের রেলপথ নির্মাণ শিল্পগোষ্ঠী এবং দাচেং প্রযুক্তি কোম্পানির মতো অনেক প্রতিষ্ঠান আছে। এসব কোম্পানি পশ্চিমাঞ্চলের তুলনামূলক কম উত্পাদন ব্যয় এবং বিশাল বাজারের ওপর গুরুত্বারোপ করার পাশাপাশি, মধ্য এশিয়া ও ইউরোপসহ বিদেশি বাজারগুলোকেও বিবেচনায় রেখেছে।

লানচৌ নতুন অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন পাওয়ার পর নিকটবর্তী সড়কপথ, রেলপথ ও বিমানবন্দরের নির্মাণকাজ পুরোদমে চলছে। অদূর ভবিষ্যতে এখানে এক্সপ্রেস সড়কপথ, দ্রুতগতির রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এবং আন্তর্জাতিক বিমানবন্দর হবে। স্বাভাবিকভাবেই, নতুন অঞ্চলের ভবিষ্যত নিয়ে লানচৌ শহরের কর্তাব্যক্তিরা আশাবাদী। (ইয়ু/আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040