Web bengali.cri.cn   
চলতি প্রসঙ্গ- ১০১০
  2014-10-10 14:59:59  cri

সেপ্টেম্বর ২৭ কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার দশম বার্ষিকী অর্থাৎ প্রথম বিশ্ব কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠানের আয়োজন করেছে কনফুসিয়াস ইন্সটিটিউট।

চীনের কনফুসিয়াস ইন্সটিটিউট সদর দফতর ও ইন্দোনেশিয়ার আল আজহার ইউনিভার্সিটি এদিন যৌথ অনুষ্ঠানের আয়োজন করে। আল আজহার ইউনিভার্সিটির উপ-পরিচালক বলেন, কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতিষ্ঠার চার বছরে হান ভাষা শিক্ষা ও সংস্কৃতি প্রচার ফলপ্রসূ হয়েছে। কনফুসিয়াস ইন্সটিটিউট সেদেশের জনগণকে চীনা সংস্কৃতি ও শিল্পীদের সম্পর্কে জানিয়েছে।

রাশিয়ার এফইএফইউ কনফুসিয়াস ইন্সটিটিউট এদিন উদযাপনের জন্য হস্তলিপি শিল্প, চিত্রকলা, কাগজ কাটা ও 'আমার চোখে চীন' নামের ছবি প্রদর্শনীর আয়োজন করে।

যুক্তরাষ্ট্রের ইউনিভারসিটি অব মেরিল্যান্ড কনফুসিয়াস ইন্সটিটিউট শুক্রবার চিত্রকলা, কাগজ কাটা ও ছবি প্রদর্শনীর আয়োজন করে। ইন্সটিটিউটটির চীনা পরিচালক সুই চিয়ানসিন বলেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড কনফুসিয়াস ইন্সটিটিউট দশ বছরে পা দিলো। তাদের চীনা ভাষা প্রশিক্ষণের মাধ্যমে আরো বেশি মার্কিন ছাত্রছাত্রী, শিক্ষক ও নাগরিক চীনা সংস্কৃতি জেনেছেন।

ব্রিটেনের লেডন কনফুসিয়াস ইন্সটিটিউট শুক্রবার ও শনিবার উন্মুক্ত ক্লাসের আয়োজন করে। অনেক ছাত্রছাত্রী ও স্থানীয় নাগরিক উন্মুক্ত ক্লাসে অংশ নেন।

ব্রাজিলের রিও ডি জেনেইরো কনফুসিয়াস ইন্সটিটিউট উন্মুক্ত চীনা ভাষা, হস্তলিপি শিল্প ও থাইচি ক্লাসের মাধ্যমে কনফুসিয়াস ইন্সটিটিউট দিবস উদযাপন করেছে। এ ইন্সটিটিউটের চীনা পরিচালক ছিয়াও চিয়ানচেন বলেন, এ বছর প্রেসিডেন্ট সি চিন ফিং ব্রাজিল সফরের মাধ্যমে দু'দেশের সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করেছেন। ব্রাজিলের অনেক শিক্ষার্থী চীনা ভাষা শিক্ষার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া, দিবসটি উপলক্ষে ফিলিপাইন, কিরগিজস্তান, বুলগেরিয়া, লাওস, আর্মেনিয়া, নামিবিয়া ও মোজাম্বিকের কনফুসিয়াস ইন্সটিটিউট বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040