Web bengali.cri.cn   
সিআরআইয়ের বাংলা বিভাগের সাবেক প্রবীণ কর্মী চিয়াং চিনছেং'র সাক্ষাত্কার
  2015-01-08 19:02:40  cri

 



(২০০৮ সালের ছবি)

শুরু হয়েছে ইংরেজি নতুন বছর। সবাইকে নিউ ইয়ারের অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা কার্যক্রমের নিয়মিত সাপ্তাহিক আয়োজন "হাল শৈলী"। আজ থেকে পরবর্তী তিন সপ্তাহ এ অনুষ্ঠানে আমরা নববর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি।

আপনারা যারা দীর্ঘদিন ধরে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা সম্প্রচার শুনছেন তারা হয়তো জানেন, আমাদের অনুষ্ঠান শুরুর প্রথম থেকে আজ পর্যন্ত অনেক চীনা ও বাংলাদেশি কর্মী এ বেতারের সঙ্গে কাজ করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে তিলে তিলে এ বেতারের প্রতিটি অনুষ্ঠানকে সাজিয়েছেন। সময়ের পরিক্রমায় বেতারের সময় দীর্ঘ হয়েছে, তারাও অনেকে একে একে অবসর নিয়েছেন। বেতারে যুক্ত হয়েছে নতুন মুখ। কিন্তু পুরাতন সেই দিনগুলোর কথা, সে সব উজ্জ্বল সময়ের দেশি বিদেশি কর্মীদের কথা কি আমরা ভুলে গেছি ? না, আমরা ভুলিনি, চীন আন্তর্জাতিক বেতার তার সব কর্মীদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। যাদের হাত ধরে এতদূর এগিয়ে আসা, তাদের সামনের দিনগুলোতেও চীন আন্তর্জাতিক বেতার অনেক শুভকামনা জানায়। আর তাইতো, তারা যেখানেই থাকুন না কেনো, নতুন বছরের শুরুতেই আমরা হৃদয়ের গভীর থেকে সেই সব সাহসী সংবাদ সৈনিকদের জানাই অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনারা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছেন, কি নিয়ে আমাদের এ অনুষ্ঠান। চীন আন্তর্জাতিক বেতারের সেই সব কর্মীদের অনেকেই ফিরে গেছেন দেশে, চীনকে ভালবেসে কেউ রয়ে গেছেন এখানেই। আমাদের ধারাবাহিক তিন পর্বের আয়োজনে আমরা সেই সব পুরানো বন্ধু ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলবো। তাদের কাছ থেকে আমরা জানবো, কেমন কাটছে তাদের সময়। তারা কি শুধুই অবসর জীবন কাটাচ্ছেন ? নাকি নতুন কোনো কিছু নিয়ে ব্যস্ত রয়েছেন তারা ?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040