Web bengali.cri.cn   
নানা ব্যবসা আরো শক্তিশালী এবং সুসংহত করবে হুয়াওয়ে
  2015-03-05 11:31:03  cri


প্রযুক্তি বাজার দখলের যুদ্ধে এগিয়ে থাকতে নতুন স্মার্টফোন, পরিধেয় ডিভাইস, ট্যাবলেট, মোবাইল এক্সেস ডিভাইস, হোম একসেস ডিভাইস এবং ভেহিকল মাউন্টেড মডিউলসহ শতাধিক পণ্যের ঘোষণা করছে হুয়াওয়ে। বিশ্বের অন্যতম বৃহৎ ইলেক্ট্রনিক পণ্য প্রদর্শনী 'কনজ্যুমার ইলেক্ট্রনিক শো (সিইএস) ২০১৫ আয়োজনে এই প্রযুক্তি পণ্যগুলো প্রদর্শণ করা হয়।

এছাড়া জানানো হয়েছে, সারা বিশ্ব জুড়ে গ্রাহকদের উন্নত মোবাইল ইন্টারনেট সেবা প্রদানে কাজ করবে হুয়াওয়ে।

প্রদর্শনীতে হুয়াওয়ে'র মিডিয়া প্যাড টি ওয়ান, এক্স ওয়ান প্রদর্শনী করানো হয়। এছাড়া পরিধানযোগ্য প্রযুক্তি টকব্যান্ড বি ওয়ান, মোবাইল এক্সেস ডিভাইস ই ফাইভ প্রো, হোম এক্সেস ডিভাইস পিটি ৫০০ এবং ভেহিকেল মাউন্টেড মডিউল এমই৯০৯টিইউ- ৫৬৫ হুয়াওয়ে ইন্টিগ্রেটেড হাইলিঙ্ক সলিউশনে প্রদর্শিত হয়।

হুয়াওয়ে কনজুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইয়ু বলেন, "২০১৪ সালটি ছিলো প্রতিষ্ঠানটির শ্রেষ্ঠ অর্জনের বছর। ইন্টারব্র্যান্ড প্রকাশিত শীর্ষ ১০০ গ্লোবাল ব্র্যান্ড ২০১৪ এ প্রথম চীনা প্রতিষ্ঠান হিসেবে হুয়াওয়ে স্থান পায়।"

তিনি আরও বলেন, "চলতি বছর হুয়াওয়ে নানা ব্যবসা আরো শক্তিশালী এবং সুসংহত করবে।"

তার কথা প্রমাণিত হচ্ছে আরেকটি প্রদর্শনীতে।

স্পেনের বার্সেলোনায় চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস(এমডব্লিউসি) ২০১৫ প্রযুক্তিপণ্যের বৃহ‍ৎ আসরে বিশ্বখ্যাত চীনা প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে প্রথমবারের মতো প্রদর্শন করেছে স্মার্টওয়াচ। পরিধেয় এ পণ্যটির নাম হুয়াওয়ে ওয়াচ। সঙ্গে ব্র্যান্ডটির আরো দুটি পরিধেয় পণ্য ও দুটি স্মার্টফোনও প্রদর্শন করা হচ্ছে।

তথ্য মতে, হুয়াওয়ে ওয়াচে দাগ বা আচড় থেকে সুরক্ষিত থাকে এমন গোলাকৃতি ১.৪ ইঞ্চির সেফিয়ার ক্রিস্টাল লেন্স রয়েছে।

অ্যান্ড্রয়েড চালিত এ পণ্যটির মাধ্যমে ব্যবহারকারীরা ইমেইল চেক এবং টেক্স মেসেজ দেওয়া নেওয়া, শরীলে কি পরিমান ক্যালরি বার্ন হলো তা পর্যবেক্ষণ এমনকি সারাদিনে তাদের ভ্রমনের দুরুত্বও হিসাব নিকাশ করে বাহির করতে পারবে।

এ মুহূর্তে প্রদর্শিত এই ওয়াচ আগামী জুনে বিপণন পর্যায়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আর এর কয়েক মাস পর অ্যাপল ওয়াচ বিপণনে যাওয়ার কথা রয়েছে। পরিধেয়পণ্যের বাজার আরো প্রতিদ্বন্দীতাপুর্ণ করতে এই আসরে এলজি'ও এনেছে 'এলজি ওয়াচ আর্বান।

আর হুয়াওয়ে স্মার্টওয়াচ ছাড়াও টকব্যান্ড বি২ এবং টকব্যান্ড এন১ নামের পরিধেয় পণ্য এনেছে। মূলত ব্যবসায়ীরা যাতে যে কোনো স্থান থেকে কার্য পরিচলানা করতে পারে সেভাবে এর নকশা করা হয়েছে।

টকব্যান্ড বি২ ফিটনেস ব্র্যাসলেট এবং ব্লুটথ হেডসেটের সমন্বয়ে তৈরি। এতে যুক্ত ৬টি এক্সিস সেন্সর যা ব্যবহারকারীর বিভিন্ন ধরনের গতিবিধি যেমন হাটা, দৌড়ানো থেকে শুরু করে সাইক্লিং এমনকি ব্যবহারকারীর লাইট এবং নিদ্রার সময়সীমা সঠিকভাবে নির্ণয় করতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040