Web bengali.cri.cn   
জেরুসালেম ম্যারাথন—পবিত্র শহর দর্শন
  2015-04-10 15:22:52  cri

পঞ্চম জেরুসালেম আন্তর্জাতিক ম্যারাথন স্থানীয় সময় ১৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গার খেলোয়াড়রা পবিত্র এ শহরে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এভাবে তারা এ শহরের বিশেষ সৌন্দর্য উপভোগ করেছেন।

এদিন ভোরে বিশ্বের ৬০টি দেশ ও অঞ্চলের ২৫ হাজারেরও বেশি খেলোয়াড় পবিত্র শহর জেরুসালেমে বার্ষিক ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন।

স্বাগতম! খেলোয়াড়বৃন্দ। প্রস্তুত হোন, দৌড় শুরু করুন। শুভ সকাল, জেরুসালেম!

অনেক খেলোয়াড়ের জন্য জেরুসালেম ম্যারাথনে অংশ নেয়া একটি অসাধারণ অভিজ্ঞতা।

জেরুসালেম নিশ্চয়ই একটি বিশেষ জায়গা। এটা হলো একটি সুন্দর শহর। এদিকে-ওদিকে অনেক সুন্দর দৃশ্য রয়েছে। পাশাপাশি এর গুরুত্বপূর্ণ তাত্পর্যও রয়েছে।

জেরুসালেমে অনেকগুলো পথ রয়েছে। এটা খেলোয়াড়দের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু চারদিকের প্রাকৃতিক ও সাংস্কৃতিক দৃশ্য এবং রাস্তার দু'পাশে দর্শকদের হাততালি ও উল্লাস খেলোয়াড়দের অনেক উত্সাহ দিয়েছে। এক দৌড়বিদ বলেন,

খুব ভালো লাগছে। সহজ নয়, কিন্তু আমরা সামনে এগিয়ে যাব। আবহাওয়া খুব ভাল। অনেক মানুষ আমাদের উত্সাহ দিয়েছে। আমাদের প্রতি তারা সমর্থন জানিয়েছে। যা খুবই চমত্কার!

চীনের সাংহাই থেকে ওয়েন লেই ব্যবসায়িক কাজে জেরুসালেমে গিয়েছেন। তিনি এ দুর্লভ সুযোগকে কাজে লাগিয়েছেন। আগের ম্যারাথনের তুলনায় জেরুসালেম ম্যারাথন তার মনে গভীর প্রভাব ফেলেছে। তিনি বলেন,

সড়কে ঢাল খুব বেশি। এতে খুব কষ্ট হয়। তাই সময় কিছুটা বেশি লেগেছে। কিন্তু আমার মনে হয় দৌড়ের লাইনটি খুব ভাল। নিজে যদি বেড়াতাম তাহলে এতো বেশি জায়গা যাওয়া হতো না। তাই সুযোগ পেলে দৌড়ানো খুব ভাল। আমি অনেক ছবি তুলেছি, খুব ভাল লেগেছে। পাশাপাশি ক্লান্তও হয়েছি অনেক।

চলতি বছর জেরুসালেম ম্যারাথনে প্রথমবারের মতো ম্যানুয়েল সাইকেল প্রতিযোগিতা যোগ করা হয়। ৬৪ বছর বয়সী মাইকেল হোয়াশ হলেন ইসরাইলের যুদ্ধাহত সেনা সমিতির সদস্য। তিনি এবং তার সহযোদ্ধারা ইসরাইলের উত্তরাঞ্চলীয় হাইফা শহর থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছেন। তিনি বলেন,

এটা সাধারণ সাইকেল নয়। শারীরিকভাবে অক্ষম মানুষ হাত দিয়ে এ ধরনের সাইকেল চালায়। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ ম্যানুয়াল সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকে। আমরা অনেক বছর ধরে ম্যানুয়াল সাইকেল প্রতিযোগিতা নিয়ে জেরুসালেম ম্যারাথনে অংশ নিতে চেষ্টা করেছি। আমরা প্রতিযোগিতা পছন্দ করি।

আগের মতো এবারেও জেরুসালেম ম্যারাথনে জনকল্যাণমূলক বেশকিছু বিষয় রয়েছে। (Multiple chronic arthritis) দীর্ঘস্থায়ী হাড়ের রোগী শিশুদের সেবা প্রদানকারী একটি কল্যাণমূলক সংস্থায় কাজ করা ইদল ওরেন বলেন, সংস্থাটির প্রায় ২০টি শিশু ও ২০ জন প্রশিক্ষক স্বল্পপাল্লার কল্যাণমূলক এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিনি বলেন,

আমরা ৮শ' মিটারের প্রতিযোগিতায় অংশ নেই। কেউ কেউ ঘূর্ণায়মান চেয়ারে বসে অংশ নেয়, কেউ কেউ দৌড়ান। এটা খুব মজার। আমরা বেশি করে এ ধরনের তত্পরতায় অংশ নিতে চাই। এতে সবাই আমাদের দেখবে। আমাদের মনে হবে, আমরা অন্য মানুষের মতোই। এ অনুভূতি খুবই আনন্দদায়ক।

ম্যারাথন অনুষ্ঠিত হবার সঙ্গে সঙ্গে গন্তব্যস্থানের পাশে পার্কেও বিভিন্ন ধরনের শরীরচর্চা ও বিনোদন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফলে সবাই ক্রীড়া থেকে আনন্দ নিতে পারবে।

প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী ইথিওপিয়ার খেলোয়াড় টাদেসে দাবি ২ ঘণ্টা ১৮ মিনিট ২০ সেকেন্ডে এবারের জেরুসালেম ম্যারাথন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040